E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১২:৪৩:৩৯
তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার : উত্তরের জীবনরেখা তিস্তা। তিস্তায় নির্ভরশীল এই অঞ্চলের কোটি মানুষ। কিন্তু ভারত একতরফা পানি প্রত্যাহার করায় ধু-ধু বালুচরে পরিণত হয়েছে এই জনপদ। মরে গেছে তিস্তা নদী। তাই তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগসহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে। কর্মসূচি বাস্তবায়নে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে তিস্তা নদী রক্ষায় রংপুর বিভাগের ৫ জেলার ১১টি স্থানে ‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার ও মঙ্গলবার তিস্তার ১৩০ কিলোমিটার এলাকাজুড়ে লাখো মানুষ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাটে ৪টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মসূচিকে ঘিরে বড় বড় প্যান্ডেল করা হয়েছে। এর মধ্যে একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য মঞ্চ, রাত্রিযাপনের জন্য অসংখ্য তাবু টাঙানো ঘর রয়েছে। বিদ্যুৎ সংযোগে অসংখ্য লাইটে আলোকিত হয়েছে তিস্তার চর। এছাড়া আন্দোলনের রাতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য হাজার হাজার মশাল জ্বালানো হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিত প্রধান বলেন, তিস্তা ব্যারাজ পয়েন্টে এরইমধ্যে কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিসাব আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের এই আন্দোলন। ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে কয়েক লাখ মানুষ তিস্তাপাড়ে সমবেত হবে।

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, জনগণের অর্থ অপচয় না করে বরং বিলম্ব হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় সম্মিলিতভাবে করতে হবে।

তিনি আরও বলেন, এই কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভার্চুয়ালি যোগ দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

(ওএস/এএস/১৭ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test