E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৩৮৯ জন গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ০০:২৮:১১
সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৩৮৯ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৩৮৯ জন গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে শনিবার থেকে রোববার পর্যন্ত এক হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপারেশন ডেভিল হান্টে একটি দেশীয় পাইপ গান ও দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।

গত ০৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ সদরদপ্তর। পরে ১০ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৩৪৩ জন সহ মোট এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তারের খবর জানা যায়।

এরপর ১১ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৬০৭ জনসহ মোট এক হাজার ৭৭৫ জন, ১২ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫৯১ জনসহ মোট এক হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ সদরদপ্তর। ১৩ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫৬৬ জনসহ অন্যান্য অভিযানে মোট এক হাজার ৬৬৫ জন। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫০৯ জনসহ অন্যান্য অভিযানে এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

(ওএস/এএস/১৭ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test