E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘শেখ হাসিনার বিরুদ্ধে তিন-চারটি মামলার রায় অক্টোবরে’

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৭:৫৩:১৬
‘শেখ হাসিনার বিরুদ্ধে তিন-চারটি মামলার রায় অক্টোবরে’

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় আগামী অক্টোবরের মধ্যে হয়ে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসব মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশ কর্মকর্তারা রয়েছেন বলে জানান তিনি। আজ মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে প্রসিকিউসন অফিস ১৬টি মামলা দায়ের করেছে। ৪টি মামলা তদন্ত কাজ শেষ হবে এ মাসে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। তিন সপ্তাহ সময় লাগবে। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে ঈদের পর বিচার কাজ শুরু হবে। অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় হয়ে যাবে। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যরা আসামি হিসেবে রয়েছেন।

এসময় আইন উপদেষ্টা আরও বলেন, ‘সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার হয়েছে। বাকি ৬১টি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হয়ে যাবে। ৩টি মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় প্রত্যাহার হচ্ছে না।’

আওয়ামী লীগের আমলে ১৬ হাজার ৪২৯টি ‘গায়েবি’ মামলার মধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এর মধ্যে ৫৩টি মামলা আজ কালের মধ্যে প্রত্যাহার হবে। জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড এলার্টের আবেদন করা হয়েছে। তারা তাদের অবস্থান থেকে ব্যবস্থা নিবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভঙ্গি ইতিবাচক না। মনে হয়, তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে না। বরং ভারত চায় এই ইস্যুতে পরিস্থিতি অস্থিতিশীল করতে।’

গৃহযুদ্ধের কথা বলে অপপ্রচার ও কুৎসা করা হচ্ছে। আওয়ামী লীগ যা ইচ্ছা তা বলে যাচ্ছে, এগুলো পাত্তা দেওয়া যাবে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্র ও অপরাধ সংঘঠিত করতে পারে এমন গোয়েন্দা তথ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, সর্বোচ্চ সতর্কতার সাথে অভিযান পরিচালিত হচ্ছে যাতে কোনো প্রাণহানি না হয়।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test