E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর’

২০২৫ জানুয়ারি ২২ ১৫:৪০:২৮
‘সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর’

স্টাফ রিপোর্টার : ভিসা থাকার পরও মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীকে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন।

বুধবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এখন সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। তারা যদি বলে ১৫ দিনের মধ্যে লোক নেবে তাহলে আমরাও ১৫ দিনের মধ্যে পাঠাবো।

সচিব আরও বলেন, সম্প্রতি আমাদের পক্ষ থেকে, হাইকমিশন থেকে একটি কমিটি করা হয়েছে। এ কমিটির নিয়ন্ত্রণে দুইটা বৈঠক হয়েছে। এই বৈঠক থেকে একটা অগ্রগতি হয়েছে। কী পদ্ধতিতে তারা যাবেন, যাতে কর্মীরা হয়রানির শিকার না হন। আমরা আশা করছি ফেব্রুয়ারির শেষে আরেকটা বৈঠক হবে। আমাদের তরফ থেকে যা যা তথ্য দেওয়া দরকার, তা দেওয়া হয়েছে। উনারাও আমাদের সঙ্গে উনাদের তথ্যগুলো শেয়ার করেছেন। আমাদের থেকে মোটামুটি যেভাবে অ্যাপ্রোচ করেছি, উনারা নীতিগতভাবে অনেক জিনিসই মেনে নিয়েছেন। তবে এখনো সব কিছু ফাইনাল হয়নি। আমরা প্রস্তাব দিয়েছি। উনারা সেটি অ্যাপ্রুভ করবেন, উনাদের মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলবেন। তারপর চূড়ান্ত হবে। তবে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। ধাপে ধাপে প্রক্রিয়া চলমান থাকবে।

কতদিনের মধ্যে প্রক্রিয়া শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা আশা করছি, যেভাবে আলোচনা চলছে, খুব বেশি দিন লাগবে না। আমরা আশা করছি ফেব্রুয়ারিতে সব ঠিক করতে পারবো। মার্চ-এপ্রিল নাগাদ যাওয়া শুরু করতে পারবো।

কীভাবে যাবে জানতে চাইলে তিনি বলেন, এখন পদ্ধতি নিয়ে কথা বলবো না। পদ্ধতির বিষয়ে আমাদের বক্তব্য আছে, সেটা আমরা দিয়েছি। উনারা সেটা শুনেছেন। তারা তাদের মন্ত্রণালয়ে আলোচনা করবেন। উনাদের মিনিস্টার লেভেলে আলোচনা করে আমাদের জানাবেন। যেহেতু এখনো সেটা ফাইনাল হয়নি, এজন্য একদম ডিটেইলস আমরা আপনাদের বলছি না। তবে এটুকু আশ্বস্ত করছি, উনাদের সঙ্গে আমাদের ধারাবাহিকভাবে যোগাযোগ আছে। দুইটা ফরমাল মিটিং হয়েছে। সেখানে আমাদের ধাপে ধাপে প্রক্রিয়া সমাধানের বিষয়ে আশ্বস্ত করেছেন।

(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test