E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঢাকার ৯ এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’

২০২৫ জানুয়ারি ২২ ১৩:১৪:২৮
ঢাকার ৯ এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’

স্টাফ রিপোর্টার : এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৫১৮ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় দেখা যায় ঢাকার ৯ এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (১০৮৫)। দূষণের তালিকায় এর পরেই রয়েছে গোড়ান (৮২৭), কল্যাণপুর (৬৬৩), গুলশান লেক পার্ক এলাকা (৬৪৮), পশ্চিম নাখালপাড়া সড়ক এলাকা (৫২১), তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকা (৫১৮), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (৪১২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (৩৬৬) ও পীরেরবাগ রেল লাইন (৩০২) এলাকায় বাতাসের মান 'ঝুঁকিপূর্ণ' পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো (৫২৮)।

ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৬৭ গুণ বেশি রয়েছে। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এটি বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয় ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে।

(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test