E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঢাকায় ছাত্র-যুব ঐক্যের মানববন্ধন বিক্ষোভ মিছিল

আদিবাসী সম্বলিত গ্রাফিতি পাঠ্যপুস্তকে পুনঃসংযোজনের দাবি

২০২৫ জানুয়ারি ১৭ ১৭:৩২:৫৬
আদিবাসী সম্বলিত গ্রাফিতি পাঠ্যপুস্তকে পুনঃসংযোজনের দাবি

স্টাফ রিপোর্টার : ঢাকার পাঠ্যপুস্তক ভবনের সামনে গত ১৫ জানুয়ারি বিক্ষোভরত আদিবাসী ছাত্র-জনতার ওপর সন্ত্রাসীগোষ্ঠীর নৃশংস হামলা ও সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কর্তৃক যৌথভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গতি জ্ঞাপনার্থে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, মি. নির্মল রোজারিও এবং প্রেসিডিয়াম সদস্য এ্যাড. সুব্রত চৌধুরী, মিলন কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক দিপংকর ঘোষ, ছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ কান্তি দে, রাজেস নাহা, জগদিশ চাকমা, উজ্জল আজিম, প্রদীপ ত্রিপুরা, মিল্কি হাজড়া, গৌতম মজুমদারসহ অনেকে।

বিক্ষোভ মিছিল পূর্বসমাবেশে ভাষন দিতে গিয়ে ছাত্র-যুব ও সংখ্যালঘু নেতৃবৃন্দ এসব ঘটনাবলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত জুলাই অভ্যুত্থানের চিত্রকর্ম বা গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে দেশের যে কোনো নাগরিকের বিক্ষোভ প্রদর্শনের অধিকার ও তাদের ন্যায়সঙ্গত গনতান্ত্রিক অধিকার এবং তা বৈষ্যম্যবিরোধী গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষনের সাথে সঙ্গতিপূর্ণ।

তারা বলেন, এহেন চেতনা সংরক্ষনের দাবিতে গড়ে ওঠা শান্তিপূর্ণ বিক্ষোভের উপর হামলা নিঃসন্দেহে নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক এবং তা বিক্ষোভকারিদের গনতান্ত্রিক অধিকারের উপর নির্লজ্জ্য হস্তক্ষেপ যা দেশের ভাবমূর্তিকে নিঃসন্দেহে ক্ষুন্ন করবে। বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক হামলা আজও চলমান রয়েছে, যা আপামোর বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।

তারা বিক্ষোভরত ছাত্র-জনতার উপর হামলায় আহতদের সুচিকিৎসা এবং সাম্প্রদায়িক ঘটনাবলির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি গণ-অভ্যুত্থানের ‘আদিবাসী’ সম্বলিত গ্রাফিতি বা চিত্রকর্ম পূর্বেকার মতই নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকে পুনঃসংযোজিত করার উপর জোর দাবি জানান।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বর পেরিয়ে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা এবং সঞ্চালনা করেন ছাত্র ঐকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপংকর চন্দ্র শীল।

বক্তব্য রাখেন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সজিব বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজীব সরকারসহ প্রমুখ।

(পিআর/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test