E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে’

২০২৫ জানুয়ারি ১৫ ১৯:০৩:০৮
‘সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে’

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকাঠামো সংস্কারে যে জনআকাঙ্ক্ষা ছিল, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে তার বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, আজ চারটি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে সব রাজনৈতিক দল ও সিভিল সোসাইটিসহ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ও ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থার প্রতিটি খাতে সংস্কার আনতে পারবো। ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের পর সরকার সেটি বাস্তবায়ন করবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। অন্তর্বর্তীকালীন সরকারের এ সংস্কার কার্যক্রম ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উপদেষ্টা আরও বলেন, আজ ১৫ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। চারটি সংস্কার কমিশন আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলো যে গুগল ডট ফর্মে মতামত চেয়েছে, সেখানে কোনো কোনো কমিশনে এক লাখেরও বেশি মানুষ মতামত দিয়েছে। সংস্কারের ব্যাপারে মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, এ কারণেই তারা মতামত দিয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test