E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘জুলাই গণ-অভ্যুত্থানে ১৪৬ শিশু ও নারী শহীদ হয়েছেন’

২০২৫ জানুয়ারি ১৪ ১৮:১০:৫৯
‘জুলাই গণ-অভ্যুত্থানে ১৪৬ শিশু ও নারী শহীদ হয়েছেন’

স্টাফ রিপোর্টার : জুলাই গণ-অভ্যুত্থানে শিশু ১৩৫ ও ১১ জন নারী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ মঙ্গলবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ‘৬ষ্ঠ ন্যাশনাল ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা শারমীন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শিশু ১৩৫ ও ১১ জন নারী শহীদ হয়েছে। এ ছাড়াও এ আন্দোলনে ৫০০ জন অন্ধ এবং ২০ হাজার জন আহত হয়েছেন।

তিনি বলেন, অনেক শিশু ও তরুণরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের জন্য কাউন্সিলিং সেন্টার করা দরকার। সেই সঙ্গে আহতদের পাশে দাঁড়াতে আইইউবি ও প্রতিটি মূলধারার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

যতদিন দায়িত্ব আছে, ততদিন শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাসও দেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

(ওএস/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test