E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে ২৪ অভ্যুত্থানকে সম্পৃক্ত করার অর্থ মুক্তিযুদ্ধকে অসম্মান করা’

২০২৫ জানুয়ারি ১৩ ১৭:৩৯:০৩
‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে ২৪ অভ্যুত্থানকে সম্পৃক্ত করার অর্থ মুক্তিযুদ্ধকে অসম্মান করা’

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছে কেবলমাত্র মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়-আশয় দেখভাল করার লক্ষ্যে। এ মন্ত্রণালয়ের সাথে ২৪ গণঅভ্যুত্থান ও এর কুশীলবদের সম্পৃক্ত করার অর্থ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদাহানী করা। এটা কোনো দেশপ্রেমিক ও বিবেকবানদের কর্ম হতে পারে না।

আজ সোমবার এক বিবৃতিতে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান লেখক গবেষক ও বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ উপরোক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান ও এর কুশীলবদের প্রতি আমাদের অপরিসীম শ্রদ্ধা রয়েছে। সরকার সেই গণঅভ্যুত্থান এবং এর নেতৃত্ব, সমর্থনকারী ও শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে চাইলে আমরাও যারপরনাই খুশিই হবো। কিন্তু ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা আর্জনের প্রক্ষাপটে গঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে ২০২৪ সালের সরকার পতনের গণআন্দোলনকে একীভূত করে মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করা কোনো শুভকর্ম হতে পারে না। আমরা সরকারের এ ধরনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।

বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ প্রস্তাব রেখে বলেন, সরকারীভাবে ২৪ গণঅভ্যুত্থান মূল্যায়ন করার জন্য বরং সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি উইং সৃষ্টি করতে পারেন বলে আমরা মনে করি। আশা করি সরকার মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনার স্বার্থে এ বিষয়টি বিবেচনা করবেন।

(পিআর/এসপি/জানুয়ারি ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test