E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্বের ষষ্ঠ দূষিত শহর ঢাকা

২০২৫ জানুয়ারি ০৯ ১৪:২০:০২
অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্বের ষষ্ঠ দূষিত শহর ঢাকা

স্টাফ রিপোর্টাের : বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় বাংলাদেশের নাম থেকেই যাচ্ছে। এটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছেন। বিগত দিনের মতো আজও ঢাকার বাতাস একিউআই মানদণ্ডে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৮টা ২৪ মিনিটে একিউআই স্কোর ১৮৬ নিয়ে ‘ষষ্ঠ’ অবস্থানে উঠে আসে শহরটি।

একিউআই সূচকে বলা হয়েছে, মারাত্মক স্বাস্থ্য হুমকির কথা উল্লেখ করে আজকের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও উগান্ডার কাম্পালা যথাক্রমে ২৮৭, ২০৩ ও ১৯০ স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

দেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

(ওএস/এএস/ জানুয়ারি ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test