E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘আদাবরের মাটিতে কোনো কিশোর গ্যাং সদস্যের স্থান হবে না’

২০২৫ জানুয়ারি ০৬ ১৮:১৮:৩৭
‘আদাবরের মাটিতে কোনো কিশোর গ্যাং সদস্যের স্থান হবে না’

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আদাবরের মাটিতে কোনো কিশোর গ্যাং সদস্যের স্থান হবেনা এবং ভবিষ্যতে এই এলাকায় কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য চোখে পড়লে এলাকাবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করবে স্থানীয় বিএনপি বলে মন্তব্য করেছেন রাজধানী আদাবর থানার বিএনপি'র আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন।

আজ সোমবার আদাবর ৩০ নম্বর ওয়ার্ডে তার নিজ কার্যালয়ে 'কিশোর গ্যাং'দের দৌরাত্ম্য থামাতে স্থানীয় নেতাকর্মীদের সাথে এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি নেতা স্বাধীন ৩ ডিসেম্বর কিশোর গ্যাং সদস্যদের হামলায় স্থানীয়দের আহত হওয়ার ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ বলেন, 'কিশোর গ্যাং নামক ওসব দুর্বৃত্তদের সাথে আমার নাম জড়িয়ে বিভিন্ন রসালো ও কল্পকাহিনীভরা মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। যা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ, উদ্দেশ্য প্রনোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই'।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের মহড়ায় বাধা দেওয়ায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলা করেছে চক্রটির প্রায় শতাধিক সদস্য। আদাবরের মেহেদীবাগ, আদাবর বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চালানো ওই হামলায় স্থানীয় প্রায় অর্ধশতাধিক বাসিন্দাসহ অটোরিকশা ও সিএনজি চালককে কুপিয়ে গুরুতর আহত করে। প্রায় অর্ধশত আহত বাসিন্দা হাসাপাতালে চিকিৎসা ভর্তি হন। যাদের মধ্যে গুরুতর আহত হন- মশিউর রহমান মুন্না (৪২), আলমগীর (২০) ও আরিফ (২০)।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টায় দিকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৫-২০ জনের একটি দল মেহেদীবাগ এলাকা হয়ে আদাবর বাজারের দিকে মহড়া দিতে আসে। এসময় স্থানীয়রা তাদের পথ আটকালে তাদের ওপর চড়াও হয়ে মহড়ায় বাধা দেওয়ার অজুহাতে রাত ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শো কিশোর গ্যাং সদস্য নিয়ে ওই এলাকায় একচেটিয়া যাকেই পায়, তাকেই কুপিয়ে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়েছে। ওই সময় হামলার সঙ্গে জড়িত একজনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটায় এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত- কিশোর গ্যাংদের ওই হামলার ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে পুলিশ। ডিএমপি'র আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাকারিয়া এসব খবর নিশ্চিত করে জানান, 'বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে'।

(আরআর/এসপি/জানুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test