E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলে দেশে ফিরবেন সোমবার

২০২৫ জানুয়ারি ০৬ ০০:১১:০৯
ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলে দেশে ফিরবেন সোমবার

স্টাফ রিপোর্টার : ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে গ্রহণ করে। আর ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে। একই সঙ্গে দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে।

বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অপরদিকে, ভারতের ৬টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছেন। তারা সোমবার ৬ জানুয়ারি বিকালে চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যগণ চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, স্থানীয় প্রশাসন, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন হচ্ছে।

(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test