E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাষা সৈনিক মরিয়ম বেগম আর নেই

২০২৫ জানুয়ারি ০৪ ১৩:২৫:১৭
ভাষা সৈনিক মরিয়ম বেগম আর নেই

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মহিলা পূর্ণবাসন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ মরিয়ম বেগম (১০১) রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। তিনি একাধারে ছিলেন একজন নারী উদ্যেক্তা, সমাজসেবিকা ও সংসদ সদস্য।

দেশের প্রথম নারী উদ্যেক্তাদের একজন হিসেবে মরিয়ম বেগম ১৯৫৩ সালে রূপায়ন প্রতিষ্ঠা করেন। একাত্তর পরবর্তী বীরঙ্গনাদের অধিকার আদায়ে বাংলাদেশ মহিলা পুর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠায় তার অগ্রগামী ভূমিকা ছিল। সামাজিক ন্যায় বিচার ও নারী অধিকার প্রতিষ্ঠায় তার কন্ঠ সবসময় বলিষ্ঠ ছিল। ১৯২৩ সালে তিনি ফরিদপুরের বিশিষ্ট মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন।

তার বাবা ছিলেন বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মা ছিলেন কাওকাবুন্নেছা বেগম। মৃতুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ৩ জানুয়ারী ২০২৫ শুক্রবার ঢাকার উত্তরার মসজিদ আল মাগফিরাহ-এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। ৫ জানুয়ারি ২০২৫ রবিবার গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ আসরের পর দোয়া অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/জানুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test