E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

২০২৫ জানুয়ারি ০২ ১৯:৪৫:২৭
ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করাকে কেন্দ্র করে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন।

এ ঘটনার পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test