E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধর্মের নামে হানাহানি বেদনার: ধর্ম উপদেষ্টা

২০২৪ ডিসেম্বর ৩১ ১৮:৫৪:১০
ধর্মের নামে হানাহানি বেদনার: ধর্ম উপদেষ্টা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, ইমাম মুয়াজ্জিনরা হচ্ছেন তৃণমূলে ইসলামের প্রতিনিধি, সামাজিক শক্তি। সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করা গেলে, দেশের জন্য বিরাট শক্তিতে পরিণত হবে। ধর্মের নামে হানাহানি আমাদের জন্য বেদনার।

তিনি আরও বলেন, ১১০ কোটি টাকা খরচ করে বায়তুল মোকাররমকে আমরা বিউটিফিকেশন করবো, ডেভেলপমেন্ট করবো। যেখানে ঢুকলেই মানুষের মনের ভেতর আল্লাহর ইবাদত করার মানসিকতা জন্মে। বায়তুল মোকাররমকে আমরা জাতীয় মসজিদ হিসেবে দৃষ্টিনন্দন হিসেবে তৈরি করবো।

ধর্ম উপদেষ্টা বলেছেন, ইমাম মুয়াজ্জিনদের জন্য ধর্ম মন্ত্রণালয় একটি বেতন কাঠামো তৈরি করছে। যার কাজ চলমান রয়েছে। কাজ শেষে প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে যার গেজেট করা হবে। আর এটি সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের ইমামদের জন্য কার্যকর হবে। সেইসাথে যে সকল মসজিদ বেসরকারিভাবে পরিচালিত তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করবো। পাশাপাশি ইমাম মুয়াজ্জিনদের মসজিদের কাছাকাছি থাকার ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব রেখেছি। সেইসাথে তাদের যেন উৎসব ভাতা দেয়া হয় সেই প্রস্তাবও রেখেছি। আশাকরছি এতে ইমাম মুয়াজ্জিনদের জীবন মান উন্নত হবে।

আজ মঙ্গলবার দুপুরে বরিশাল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল কেন্দ্রে প্রশিক্ষণরত ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা আরও বলেন, প্রশিক্ষণ অত্যন্ত জরুরী, এর মাধ্যমে মানুষের সক্ষমতা বৃদ্ধি পায়, উৎসাহ-উদ্দীপনা সাধিত হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা আমরা অর্জন করতে পারি। যে সকল ইমাম মুয়াজ্জিন প্রশিক্ষন নিয়েছেন অথবা নিচ্ছেন তারা ইমামতির পাশাপাশি যাতে ছোট ব্যবসা (কুটির শিল্প, মৎস চাষ, খেত-খামার, কবুতর পালন অথবা কোয়েল পাখি পালন) করে সাবলম্বী হতে পারেন, সেজন্য বিনা সুদে আমরা তাদের ঋণ দিচ্ছি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি একটা ওয়ার্টার ট্রিটমেন্ট প্লান্ট করবো, সেখান থেকে মিনারেল ওয়াটার তৈরি করে বাজারে সাপ্লাই দিবো, যা লাভ হবে সেটা ইমাম মুয়াজ্জিনদের কল্যান ট্রাষ্টে যাবে। প্রাথমিকভাবে আমরা নিয়ত করেছি পানির বোতলের নাম দিবো ‘ইমাম’।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম মন্ত্রনালয়, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ইমাম-মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। সভা শেষে ধর্ম উপদেষ্টা নগরীর আমানতগঞ্জ এলাকার আল জামিয়া আল ইসলামিয়া আল মাহমুদিয়া মাদরাসা পরিদর্শন করেছেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test