E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহিদ হয়নি’

২০২৪ ডিসেম্বর ২৫ ১৪:৫৩:১৫
‘দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহিদ হয়নি’

ঠাকুরগাঁও প্রতিনিধি : শুধু একটি নির্বাচনের জন্য এতোগুলো মানুষ ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদ হয়নি। বিগত সরকার ফ্যাসিবাদের মধ্যদিয়ে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছে। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই দেশের সংস্কার শেষে নির্বাচনের দিকে এ সরকার যাবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলা গুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলা গুলোতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও সমাপ্ত করবে এবং ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, যা আমাদের সার্বিক উন্নয়নের পথে একটা বড় বাধা এবং এসব বিষয় মনিটরিং করা হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস উপদেষ্টাকে জানান, বৈষম্যের কারনে ঠাকুরগাঁও সহ দেশের উত্তরাঞ্চল উন্নয়ন বঞ্চিত। ঠাকুরগাঁও জেলার রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট এর উন্নয়নের জন্য এক হাজার কোটির একটা প্রস্তাবিত প্রকল্পের প্রয়োজনীয়তার তুলে ধরেন। এছাড়াও এলজিইডি নন ক্যাডার ডিপার্টমেন্ট হওয়ায় মাঠ পর্যায়ে কর্মকর্তারা বিভিন্ন বৈষম্যের শিকার হন। কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে এলজিইডি ক্যাডার করন ও নির্বাহী প্রকৌশলী উপজেলা ইঞ্জিনিয়ারদের জন্য গাড়ির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

(এফআর/এএস/ডিসেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test