E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে’

২০২৪ ডিসেম্বর ১৯ ২২:৫৮:২৪
‘বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে’

স্টাফ রিপোর্টার : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিজের বক্তব্যের ‘অপব্যাখ্যা’ হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

তিনি এ-ও বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনে কয়েক বছর ধরে নানানভাবে ভূমিকা রেখেছি এবং নানান ত্যাগ স্বীকার করে সেই ভূমিকা অব্যাহত রেখেছি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ফেসবুকে এক পোস্টে রংপুরে দেওয়া বক্তব্যের ব্যাখ্যায় ড. বদিউল আলম এ কথা বলেন।

‘আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই’ বলে ড. বদিউল বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার সরকারের পতনে নেতৃত্ব দেওয়া প্লাটফর্মটির মুখপাত্র উমামা ফাতেমা এক বিবৃতিতে এ দাবি জানান।

এরপর ফেসবুকে ‘বক্তব্যের অপব্যাখ্যা সম্পর্কে আমার প্রতিবাদ’ শিরোনামে একটি পোস্ট করেন ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, “আজ ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে’র উদ্যোগে অংশীজনের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান। আমি বলেছি যে, আমাদের কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইন-কানুন ও বিধি-বিধান সংস্কারের প্রস্তাব করবে। আমি আরও বলেছি, ভবিষ্যতে আইন-কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এটি বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। ’

‘কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে, যা অনাকাঙ্ক্ষিত’ বলেও উল্লেখ করেন তিনি।

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক আরও বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে, বিপুল সংখ্যক ছাত্র-জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত ৫ আগস্ট এক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এ লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানানভাবে ভূমিকা রেখেছি এবং নানান ত্যাগ স্বীকার করে সেই ভূমিকা অব্যাহত রেখেছি। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচার আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে। আমি মনে করি, এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের রক্তকে অস্বীকার করার শামিল। ’

(ওএস/এএস/ডিসেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test