E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘হাসিনার ক্যাশিয়ার ছিলেন রেহানা’

২০২৪ ডিসেম্বর ০৯ ২০:২৩:৫৯
‘হাসিনার ক্যাশিয়ার ছিলেন রেহানা’

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন তারই ছোট বোন শেখ রেহানা। এখানেই শেষ নয়, শেখ রেহানারও ক্যাশিয়ার ছিল। আর তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, নির্লজ্জভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে শেখ হাসিনা জনসমক্ষে বলে বেড়ান- তার পিয়ন নাকি ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন।

দুদকের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, অন্যায় না করলে রাজনৈতিক চাপ থাকলেও ভালো কাজ করা যায়। কিন্তু দুদক বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল।

একই অনুষ্ঠানে অপর বক্তা দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়ছে। সংস্কার কাজ করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি নজরে আসছে। এখন সাঁড়াশি অভিযান পরিচালনা করা ছাড়া উপায় নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক সচিব খোরশেদা ইয়াসমীনসহ অনেকে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test