E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নভেম্বরে সীমান্তে ভারত-মিয়ানমারের ২৬০৮ নাগরিক আটক

২০২৪ ডিসেম্বর ০৯ ১৯:৩৫:৫১
নভেম্বরে সীমান্তে ভারত-মিয়ানমারের ২৬০৮ নাগরিক আটক

স্টাফ রিপোর্টার : নভেম্বর মাসে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৯৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। পর তাদেরও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৪৯২ জন বাংলাদেশিকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৯২ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৯৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত দেওয়া হয়েছে।

নভেম্বর মাসে সীমান্তে বিজিবির অভিযানে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৭২ কোটি ২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

এ ছাড়া ৬টি পিস্তল, ৮টি গান জাতীয় অস্ত্র, ১টি রাইফেল, ১টি রিভলভার, ৭টি ককটেল, ৪টি ম্যাগাজিন এবং ৪২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test