E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভারত অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে মানুষ বসে থাকবে না’

২০২৪ ডিসেম্বর ০৩ ২০:৩৮:১৫
‘ভারত অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে মানুষ বসে থাকবে না’

স্টাফ রিপোর্টার : প্রতিবেশী দেশ ভারত যদি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-পরিবহন ও শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এমন পরিস্থিতিতে ভারতও ভালো থাকতে পারবে না বলেও তিনি মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটি পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা (সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা) করছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবেন না। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটি নিয়ে দেশটির সরকার সমতার ভিত্তিতে এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

বন্দরের বিষয়ে তিনি বলেন, এখানে ব্যবসা-বাণিজ্যের মধ্যে মূল ছিল পাটের ব্যবসা৷ এটাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো। এখন তো এখানে অনেক ধরনের ব্যবসা হচ্ছে। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে নতুন একটা টার্মিনাল হচ্ছে। এখানে বাধা দেওয়া হলে কোনো কাজ হবে না। ওয়ার্ল্ড ব্যাংক নিজেরা কাজ করার আগে সমীক্ষা করে দেখে।

এম সাখাওয়াত হোসেন আরও বলেন, এখান থেকে কেউ উৎখাত হবে না। গরিবদের সম্পর্কে আমরা সচেতন। তাই তাদের এত হৈ চৈ করার দরকার ছিল না। এগুলো বলে লাভ নেই। উন্নয়ন হবে পাশাপাশি পরিবেশের দিকেও লক্ষ্য রাখা হবে। আমরা বুড়িগঙ্গা নদী পরিচ্ছন্নতার জন্যেও আলোচনা করেছি।

তিনি আরও বলেন, আমি যদি পারি নিজে পরিবেশ বিশেষজ্ঞদের ডেকে নিয়ে আসবো৷ শীতলক্ষ্যা নদীর পানি দূষণ হচ্ছে এটা আমাদেরও চিন্তার বিষয়। এখানে পানি ময়লা, মাছ হচ্ছে না। এগুলো তো চলতে পারে না। শীতলক্ষ্যা নদীসহ দেশের সব নদী দূষণ রোধে পরিবেশ ও নৌ-মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এম. সাখাওয়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিনসহ অনেকেই।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test