E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

২০২৪ ডিসেম্বর ০৩ ১৪:১৫:৫৪
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বেসামরিক বিমান চলাচল, বন্দর ও লজিস্টিকসে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং প্রতিরক্ষা অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

তিনি বাংলাদেশের সঙ্গে পারস্পরিক অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে তার দেশের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন।

আমিরাতের ৫৩তম ইউনিয়ন ডে উদযাপন উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) ঢাকায় তাদের দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আল হামুদি এসব কথা বলেন।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, আমরা অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার জন্য প্রত্যক্ষ বিনিয়োগে আগ্রহী।

রাষ্ট্রদূত একটি উন্নত ও অধিকতর সমৃদ্ধ বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে একত্রে কাজ করতে তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ এবছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে, যা উভয় দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত।

রাষ্ট্রদূত বলেন, আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে একটি কৌশলগত অংশীদারত্বের জন্য মুখিয়ে আছি।

রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ১.২ মিলিয়ন বাংলাদেশি প্রবাসীর অবদানের প্রশংসা করে বলেন, তারা সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ।

এছাড়াও সরকারের উপদেষ্টা, রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশন প্রধান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test