E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি ঐক্য পরিষদের

২০২৪ নভেম্বর ২৭ ১৮:৪৬:১৫
চট্টগ্রামে সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি ঐক্য পরিষদের

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ বুধবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, গতকাল ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের আদেশদান পরবর্তীতে তাঁর ভক্ত ও অনুসারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম জেলা জজ আদালতের অদূরে রঙ্গম সিনেমার কাছাকাছি স্থানে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের হাতে নবীন আইনজীবী এ্যাড. সাইফুল ইসলামের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে এর সাথে জড়িতদের যথাযথ তদন্তের মাধ্যমে গ্রেফতারপূর্বক যথাযথ শাস্তি নিশ্চিতের জন্যে সরকারের কাছে জোর দাবি জানাই। এহেন ঘটনায় নিরাপরাধ কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও সচেতন ভূমিকা পালনের জন্য প্রশাসনকে আহ্বান জানানো হয়। পরিষদ এ ব্যাপারে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাজ্ঞাপন করছে।

পরিষদ একই সাথে গত ২৫ নভেম্বর প্রভু চিন্ময়কে ঢাকা বিমানবন্দরে আটকের প্রতিবাদে শাহবাগ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সাথে সংঘর্ষ চলাকালে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. রমেন রায়ের মাথায় গুরুতর জখমের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ্যাড. রায় বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং পরিষদ তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।

পরিষদের বিবৃতিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিকে অধিকতর অস্থিতিশীল করার লক্ষ্যে বিশেষ মহল সাম্প্রদায়িক উষ্কানি প্রদানের পাশাপাশি সম্প্রীতি বিনষ্টের অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এদের চিহ্নিত করে যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পরিষদ সরকার, প্রশাসন ও শান্তিপ্রিয় ধর্মপ্রাণ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।

(পিআর/এসপি/নভেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test