E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চিন্ময় ব্রহ্মচারীকে তুলে নিয়ে গেছে ডিবি

২০২৪ নভেম্বর ২৫ ১৮:২০:১৫
চিন্ময় ব্রহ্মচারীকে তুলে নিয়ে গেছে ডিবি

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক পট পরিবর্তনের পর হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি নিয়ে নামা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ধরে নিয়েছে পুলিশ। ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন সনাতনী বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা বরণ কুশল চক্রবর্তী।

তিনি বলেন, “আমরা ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দরে এসেছিলাম। এখানে আসার পর এয়ারপোর্টের ডোমেস্টিক এরিয়ায় অপেক্ষার সময় বিকাল ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে যায়।”

ছাই রঙের একটি মাইক্রোবাসে করে চিন্ময় ব্রহ্মচারীকে তুলে নেওয়া হয় বলে জানান তিনি। তবে তাকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনও ধারণা দিতে তিনি পারেননি।

তার কাছে অভিযোগটি পেয়ে বিমানবন্দর থানায় যোগাযোগ করা হলে থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, তিনি এবিষয়ে কিছু জানেন না।

এরপর যোগাযোগ করা হলে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, “একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, চিন্ময় ব্রহ্মচারীর বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে সম্প্রতি মামলা করেন বিএনপির এক নেতা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হলে তার প্রতিবাদে গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। ওই সমাবেশের অন্যতম উদ্যোক্তা ছিলেন চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় ব্রহ্মচারী।

সমাবেশের দিন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা ওড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ৩০ অক্টোবর কোতোয়ালি থানায় মামলা করেন চট্টগ্রাম শহরের মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। তারপর অবশ্য তাকে পদচ্যুত করেছিল বিএনপি।

তবে ওই ঘটনায় দুই সনাতন ধর্মাবলম্বী রাজেশ চৌধুরী ও হৃদয় দাশকে গ্রপ্তার করে পুলিশ। তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে সনাতন জাগরণ মঞ্চ।

(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test