E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রংপুরে সনাতনী জাগরণ জোটের সমাবেশ বানচালের অপপ্রয়াস, ঐক্য পরিষদের ক্ষোভ

২০২৪ নভেম্বর ২২ ১৮:৪৭:০৫
রংপুরে সনাতনী জাগরণ জোটের সমাবেশ বানচালের অপপ্রয়াস, ঐক্য পরিষদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আজ শুক্রবার অনুষ্ঠিত রংপুরের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করে দেওয়ার অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় উষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

আজ শুক্রবার গণমাধ্যমে প্রেরিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রংপুর জিলা স্কুল মাঠে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমাবেশ হওয়ার কথা থাকলেও অজ্ঞাতকারনে শেষমূহুর্তে সেই মাঠে সমাবেশ করার অনুমতি প্রত্যাহার করা হয় এবং সেখান থেকে চার/পাঁচ মাইল দুরে রংপুর পুরাতন শহর মাহীগঞ্জ কলেজ মাঠে এই সমাবেশের স্থান নির্ধারণ করা হয়। গতকাল গভীর রাতে সনাতনী জাগরণ জোটের মূখপাত্র শ্রী প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ তার সঙ্গীদের কোন কারন না দেখিয়ে হোটেলে থাকার অনুমতি বাতিল করা হয়। এর পরেও সনাতনী সম্প্রদায় সদলবলে সমাবেশস্থলে আসার পথে নানান জায়গায় তাদের বাধা দেওয়া হয়। কালকিনীতে যোগদানেচ্ছু সনাতনীদের উপর হামলা চালিয়ে অনেককে আহত করা হয়।

ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এহেন ঘটনা বিশ্বে দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে। তাঁরা ভাবমূর্তি ক্ষুুন্নকারী হামলাকারীদের জাতীয়স্বার্থে অনতিবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি হামলায় আহতদের সুচিকিৎসার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জােিয়ছেন। নেতৃবৃন্দ বলেন জনগণের শান্তিপূর্ণ সমাবেশ তাদের ন্যায়সঙ্গত অধিকার এবং এই অধিকারে হস্তক্ষেপ করা নীতিবিরুদ্ধ ও আইনবিগর্হিত অপরাধের আওতায় পড়ে।

(পিআর/এসপি/নভেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test