E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

২০২৪ অক্টোবর ০৫ ১৪:৫৭:০১
‘দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

স্টাফ রিপোর্টার : দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

শনিবার (৫ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, মন্দিরগুলোর সামনে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি অবস্থান করবে। ডিবির ওপর আস্থা রাখার আহ্বানও জানান তিনি।

রেজাউল করিম বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল এবং সেলিব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ। আসামিদের আর হয়রানি করা হবে না, ডিবিতে মানুষ ন্যায়বিচার পাবে। ডিবি আর নায়ক-নায়িকার আড্ডাখানা হবে না বলেও জানান তিনি।

(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test