E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত, তাদের আর যোগ দিতে দেওয়া হবে না’

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১২:৪০:৫৫
‘যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত, তাদের আর যোগ দিতে দেওয়া হবে না’

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত, তাদের আর যোগ দিতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের মাফ করা হবে না। নিশ্চয়ই তারা কোনও অপকর্মে জড়িত। এ কারণে তারা কর্মস্থলে যোগদান করছেন না।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা ও ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখনও কাজে যোগ দেয়নি, এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য। তাদের ব্যাপারে আমরা অনুসন্ধান করছি। আপনারাও তাদের সম্পর্কে কোনও তথ্য থাকলে আমাদের জানাতে পারেন।’

এর আগে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test