E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কারাগারে হামলা-বিদ্রোহের সময় ২ হাজার বন্দি পালিয়ে যান

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৯:২১:২০
কারাগারে হামলা-বিদ্রোহের সময় ২ হাজার বন্দি পালিয়ে যান

স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের পটপরিবর্তনের সময় বেশ কয়েকটি কারাগারের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং প্রায় দুই হাজারের বেশি বন্দি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

পালিয়ে যাওয়া অনেক বন্দিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি দুই-একজন আসামি ফিরে এসেছেন। এখন পর্যন্ত ৯০০ বন্দি পলাতক রয়েছেন বলে জানান তিনি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test