E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অন্য তিন উপদেষ্টা কবে শপথ গ্রহণ করবেন 

২০২৪ আগস্ট ০৯ ১৫:০৯:০৪
অন্য তিন উপদেষ্টা কবে শপথ গ্রহণ করবেন 

স্টাফ রিপোর্টার : শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ নিলেও বাকিরা আসতে পারেননি। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকার বাইরে অবস্থান করায় তিন উপদেষ্টা শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি, তারা পরে শপথ নেবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এই তিনজন হলেন- অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়।

এই তিন উপদেষ্টার শপথ কবে হতে পারে, সেই ধারণা গণমাধ্যমকে দিয়েছেন তারা। তবে, দিনক্ষণ ঠিক করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক জানান, দেড়মাস ধরে মেয়েদের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টা চাইলে ১৪ অগাস্ট দেশ ফেরার পর শপথ নেবেন।

তিনি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় বাংলাদেশ থেকে ফোন পেয়েছেন উপদেষ্টা হওয়ার জন্য। আগামী ১২ অগাস্ট দেশে ফেরার টিকিট করা আছে। ১৪ অগাস্ট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেন, উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার জন্য তিনি সন্ধ্যা ৭টার দিকে টেলিফোন পেয়েছেন। রাঙামাটিতে অবস্থান করার এত অল্প সময়ে ঢাকায় আসা সম্ভব হয়নি। পরে শপথ নেবেন তিনি।

ময়মনসিংহ থেকে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের ব্যক্তিগত সহকারী আব্দুর রব মোশাররফ গণমাধ্যমকে বলেন, তিনি শুরুতে দায়িত্ব নিতে ‘অনাগ্রহী’ ছিলেন, পরে ৯টার দিকে রাজি হয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব এরপর উনার সঙ্গে কথা বলেছেন। পরে যেদিন মন্ত্রিপরিষদ বিভাগ ঠিক করবে, সেদিন তিনি শপথ নেবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

(ওএস/এসপি/আগস্ট ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test