E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বঙ্গভবনে ১৩ সমন্বয়ক

২০২৪ আগস্ট ০৬ ১৯:১৮:২৬
বঙ্গভবনে ১৩ সমন্বয়ক

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে গেছেন তারা।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬ টার পরপরই সেনাবাহিনীর একটি মিনিবাসে করে সমন্বয়কদের বঙ্গভবনে প্রকাশ করতে দেখা যায়। এসময় তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে অন্য একটি গাড়িতে প্রবেশ করতে দেখা যায়।

বঙ্গভবনে ১৩ সমন্বয়কআন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দিন রয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সেখানে আলোচনা হবে। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাবো।

এর আগে সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন রাষ্ট্রপতি।

(ওএস/এএস/আগস্ট ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test