E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ হাসিনার পদত্যাগে সারাদেশে ছাত্র-জনতার উল্লাস

২০২৪ আগস্ট ০৬ ১৫:৫৪:৩৯
শেখ হাসিনার পদত্যাগে সারাদেশে ছাত্র-জনতার উল্লাস

মোহাম্মদ সজীব, ঢাকা : চাকরিতে কোটা বৈষম্য দূরকরণে শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু সেই আন্দোলনকে ঘিরে ঘটে যায় সংঘাত ও নজিরবিহীন সহিংসতা। প্রাণ যায় অসংখ্য মানুষের। পরে সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে ‘এক দফায়’। ছত্রিশ দিনের মাথায় অবশেষে সরকার পতনের মধ্যে দিয়েই সোমবার (৫ আগস্ট) শেষ হয় এই ছাত্র আন্দোলন। 

এদিন বিকেল পৌনে চারটায় এক ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তখনই ঢাকাসহ সারাদেশে নেমে আসে অশখ্য ছাত্র-জনতার ঢল। রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, শাহবাগ, পুরানা পল্টন, গুলিস্তান, আসাদ গেট মোহাম্মদপুরসহ রাজ পথ থেকে পাড়া মহল্লায় ছিল জনতার বাধঁভাংগা উল্লাস। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে ৪ আগস্ট শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতনে ‘একদফা’ ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শহীদ মিনার থেকে এক দফা বাস্তবায়নে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ ঘোষণাও করা হয়েছিল। রবিবার অসহযোগ আন্দোলনের মধ্যেই সোমবারের নতুন কর্মসূচি ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা করা হয়। এদিন সকাল থেকেই ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাজির হন হাজার হাজার বিক্ষোভকারী। এক পর্যায়ে দুপুরের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও তার তেজগাঁওয়ের কার্যালয়ে প্রবেশ করে জনতা। তারা এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে উঠে উল্লাস করেন। কেউ তুলে ধরেন জাতীয় পতাকা। আবার কেউবা তোলেন স্লোগানের সুর। একই সময় গণভবন দখল নিয়ে উল্লাসের পাশাপাশি সেখানকার নানা দ্রব্যাদি ভাগাভাগি করে নেন আন্দেলনকারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, কেউ পুকুরের মাছ নিয়ে যাচ্ছেন। কারও হাতে হাঁস-মুরগি আবার কারও হাতে শেখ হাসিনার বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র। আবার কোনো ছবিতে দেখা গেছে মানুষ গণভবনের নানা আসবাবপত্রও নিয়ে যাচ্ছেন। আর বাকি সকলেই উল্লাস করছেন। কেউ কেউ বিজয়সূচক ‘ভি’ চিহ্নও প্রদর্শন করেন। বিভিন্ন যায়গায় দেখা যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বেশির ভাগ কার্যলয়সহ বাসা বাড়িতে হামলা ও আগুনের চিত্র বিভিন্ন থানায় ভাংচুরের দৃশ্য দেখা গেছে। সরকারের পদত্যাগের ঘোষণা এলে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় জড়ো হওয়া হাজারো মানুষকে বিজয় উল্লাস করতে দেখা গেছে। হাসপাতালের কর্মীদের রাস্তায় এসে নাচতে দেখা গেছে। বিশেষ করে ছাত্র-জনতার ঢল নামে শাহবাগ মোড়ে। সেখানে বিভিন্ন স্থান থেকে মানুষ পায়ে হেটে, অটোরিকশা, পিকআপে করে এসে জড়ো হোন। বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগের আশপাশ তখন মানুষের তিল ধরণের জায়গা ছিল না। ছাত্র-জনতার হাতে ও মাথায় পতাকা। অনেকেই স্লোগান ধরেন- ‘জিতিলো রে জিতিলো’, ‘ছাত্র সমাজ জিতিলো’ এছাড়া মৎস্য ভবন, হাইকোর্ট, পুরানা পল্টন, দৈনিক বাংলা, গুলিস্তান, বাড্ডা, মহাখালী, উত্তরা, মিরপুরসহ প্রত্যেকটি এলাকার রাস্তায় ছাত্র-জনতার ঢল দেখা গেছে। মতিঝিল মোড়ে কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে উল্লাস করতে দেখা যায়। অনেকে শাপলা চত্বরের উপরে বসে স্লোগান দেন। জনতার মিছিল দেখা গেছে, মানিকনগর থেকে যাত্রাবাড়ী পর্যন্তও। তখন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো শহর। অনেকেই স্লোগান দেন, ‘শেখ হাসিনা পলাইছে’, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে’।

(এস/এসপি/আগস্ট ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test