E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

 সন্ধান মিলেছে আসিফসহ কোটা আন্দোলনের তিন সমন্বয়কের

২০২৪ জুলাই ২৫ ১৩:৫২:২১
 সন্ধান মিলেছে আসিফসহ কোটা আন্দোলনের তিন সমন্বয়কের

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত মাহমুদের সন্ধান মিলেছে। গত শুক্রবার থেকে তাঁদের খোঁজ মিলছিল না বলে মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অভিযোগ করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নিখোঁজদের স্বজনেরা।

তাঁদের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম বলেন, নিখোঁজ তিনজন সমন্বয়কের সন্ধান পাওয়া গেছে।

এ দিকে সন্ধ্যায় আসিফ মাহমুদ তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে বলেন, ‘গত শুক্রবার, ১৯ জুলাই রাত ১১টায় আমাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই চার/পাঁচদিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। আজ ২৪, জুলাই বুধবার সকাল ১১টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে যায়।’

তিনি আরও বলেন, ‘এখন আমি পরিবারের সঙ্গে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলন বিষয়ে বিস্তারিত কথা বলবো।’

এর আগে গতকাল মঙ্গলবার আসিফের বাবা মো. বিল্লাল হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বলেন, ‘আমি আসিফ মাহমুদের বাবা। আমি ইত্তেফাক পত্রিকার মারফতে জানতে পারছি, আসিফ জিম্মির শিকার। এটা জেনে আমি ঢাকা মেডিকেলের মর্গে তালাশ করছি। সেখানে তাকে পাই নাই। আমি আসিফ মাহমুদের সন্ধান চাই।’

(ওএস/এএস/জুলাই ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test