E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পদ্মা সেতু নির্মাণে ব্ল্যাংক চেক দিয়েছিলেন প্রধানমন্ত্রী’

২০২৪ জুলাই ০৫ ১৯:২১:২৪
‘পদ্মা সেতু নির্মাণে ব্ল্যাংক চেক দিয়েছিলেন প্রধানমন্ত্রী’

স্টাফ রিপোর্টার : সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্ল্যাংক চেক দিয়েছিলেন।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী আমাদের ব্ল্যাংক চেক দিয়ে রেখেছিলেন। তিনি অনেক বেশি স্বাধীনতা দিয়েছিলেন বলেই এতো বড় কাজটা করা সম্ভব হয়েছে। মাঝেমধ্যে তো আমি প্রধানমন্ত্রীর ক্ষমতাও নিজে প্রয়োগ করেছি।’

তিনি বলেন, ‘১৮ থেকে ২০ বছরে সেতু নির্মাণের টাকা উঠে আসবে। সেতু নির্মাণে প্রাথমিক খরচ ১০ হাজার কোটি টাকা ধরায় সমালোচনা হয়। কিন্তু এত কম অংকের টাকা কখনোই ছিল না। সমালোচকদের ডলারের রেটটা বিবেচনার অনুরোধ জানাই।’

সাবেক মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যে সময় চারটি হ্যামার নষ্ট হয়ে গিয়েছিল, তখন প্রকল্পটি বন্ধ হওয়ার শঙ্কা ছিল। এই কথাটা তখন আমরা বলিনি। টেকনিক্যাল এবং ম্যানেজারিয়াল সব বিষয়েই অন্যরকম সাপোর্ট করেছেন পিএম। রাত দেড়টায় ম্যাসেজ দিয়েছি প্রধানমন্ত্রীকে, তিনি ২টায় সেই এসএমএসের উত্তর দিয়েছেন।’

তিনি বলেন, ‘অবসর নেওয়ার পরও এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডেকেছেন আমাকে! খুব সম্মানিত বোধ করছি।’

(ওএস/এসপি/জুলাই ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test