E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাপানি নাগরিক ‘অজ্ঞান পার্টির’ কবলে পড়েননি: ডিএমপি

২০২৪ জুলাই ০৫ ১৬:৪৯:৩১
জাপানি নাগরিক ‘অজ্ঞান পার্টির’ কবলে পড়েননি: ডিএমপি

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দাবি করেছে জাপানি নাগরিক কবায়াশি হিরোমাসি (৭০) ‘অজ্ঞান পার্টির’ কবলে পড়েননি। যে খবরটি ছড়িয়েছে তা সঠিক নয়। তিনি মূলত অসুস্থ হয়ে পড়েছিলেন।

শুক্রবার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম বলেন, বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫নং বহির্গমন গেটের কাছে জাপানি নাগরিক কবায়াশি হিরোমাসি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা বিমানবন্দরের মেডিকেল টিমকে জানায়। মেডিকেল টিম দ্রুত ওই জাপানি নাগরিককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, পরে তার সিটিস্ক্যান করা হয়।

আশরাফুল বলেন, ঢাকা মেডিকেল থেকে জানানো হয় তিনি মাইনর স্ট্রোক করেছেন এবং তার কিডনি, উচ্চ রক্তচাপ ও কার্ডিয়াক সমস্যা হয়েছে। কিছুটা সুস্থ হলে জাপানি নাগরিক ঢাকা মেডিকেলে বের হয়ে যেতে চান।

পরবর্তীতে এইচএসআইএ মেডিকেলের ডা. সুদীপ্তসহ তাকে পুনরায় এয়ারপোর্ট মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয় এবং তার এক বন্ধুকে ডাকা হয়। তার বন্ধুর সঙ্গে কথা বলে বৃহস্পতিবার দুপুর ১২টায় উত্তরা পশ্চিম থানার শিন শিন জাপান হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে বিকেল ৪টায় তাকে তুরাগ থানার শিপ ইন্টারনেশনাল হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। জাপানি এই নাগরিকের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

(ওএস/এসপি/জুলাই ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test