E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ড. ইউনূসের 'ট্রি অব পিস' পুরস্কার নিয়ে মিথ্যাচার, ইউনেস্কোতে অবগত করেছেন শিক্ষামন্ত্রী

২০২৪ এপ্রিল ১১ ১০:৪৬:৩০
ড. ইউনূসের 'ট্রি অব পিস' পুরস্কার নিয়ে মিথ্যাচার, ইউনেস্কোতে অবগত করেছেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইউনেস্কো প্রধান কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনুস কর্তৃক পুরস্কার নিয়ে মিথ্যাচারের বিষয়ে অবগত এবং সতর্ক করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এতথ্য জানানো হয়েছে। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসকে 'ট্রি অব পিস' প্রদান সম্পর্কিত ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সম্পর্কে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি সম্প্রতি ইউনূস সেন্টারে পাঠানো হয়।

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক মিজ লামিয়া মোর্শেদকে মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনের ঠিকানায় পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়, সম্প্রতি ঢাকার কয়েকটি দৈনিক পত্রিকায় এবং ইউনূস সেন্টারের অফিসিয়াল ওয়েব পেইজে ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো কর্তৃক 'ট্রি অব পিস' পুরস্কার প্রদানের সংবাদটিতে শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৬ মার্চ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ১১তম গ্লোবাল বাকু ফোরোমে ড. ইউনূসকে ইউনেস্কো থেকে 'ট্রি অফ পিস' পুরস্কার প্রদান করা হয়। কিন্তু ইউনেস্কো ঢাকা অফিস জানিয়েছে, প্যারিসস্থ ইউনেস্কো সদরদপ্তর এই বিষয়ে একেবারেই অবহিত নয়। ১১তম বাকু ফোরামে এই সম্মাননা প্রদানকালে ইউনেস্কোর কোনো অফিসিয়াল প্রতিনিধিত্বই ছিল না। অধিকন্তু, ইউনূস সেন্টার কর্তৃক দাবিকৃত সম্মাননা ইউনেস্কোর কোন পুরস্কার নয়। ড. ইউনূসকে 'ট্রি অফ পিস' প্রদানকারী ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন যে, ড. মুহাম্মদ ইউনূসকে 'ট্রি অফ পিস' প্রদানে ইউনেস্কোর কোনো সম্পৃক্ততা ছিল না। বাকু ফোরামের আয়োজক নিজামি গনজবি ইন্টারন্যাশন্যাল সেন্টারের আহ্বানে মিজ হেদভা সের ড. ইউনূসকে এটি প্রদান করেন। মিস হেদভা সের ইউনেস্কোর সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক শুভেচ্ছাদূত, কিন্তু ইউনেস্কোর কোনো পুরস্কার বা সম্মাননা দেওয়ার এখতিয়ার তিনি রাখেন না। ইউনেস্কো সদরদপ্তর এ বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লিখিত বাস্তবতার নিরিখে, ড. মুহাম্মদ ইউনূস পরিচালিত ইউনূস সেন্টার কর্তৃক প্রেরিত এবং প্রচারিত উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তিটি অনতিবিলম্বে সংশোধনপূর্বক ইউনূস সেন্টারের অফিসিয়াল ওয়েব পেইজ থেকে অপসারণ এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। ব্যাখ্যা প্রদানে অপারগ হলে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনকে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

(ওএস/এসপি/এপ্রিল ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test