E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

উপজেলা ভোটের পূর্ণাঙ্গ তফসিল রমজানে

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৬:৪৬:৪৯
উপজেলা ভোটের পূর্ণাঙ্গ তফসিল রমজানে

স্টাফ রিপোর্টার : আসছে রমজান মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল দেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, এরই মধ্যে কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রকল্প যেহেতু পাস হয়নি যেগুলো ভালো ছিল হয়তো ২০ থেকে ২৫টি আসনে ইভিএমে ভোট করতে পারতাম। এখন যেগুলো ভালো আছে, সেই উপজেলাগুলোতে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত হবে।

দেশে উপজেলার সংখ্যা মোট ৪৯৫টি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২ টি; মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test