E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাইব্যুনালকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

২০১৪ অক্টোবর ২৯ ০৮:৪৬:৫৭
ট্রাইব্যুনালকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, ঢাকা : মানবতাবিরোধী অপারাধের মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালসহ এর আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার ভোর থেকে ট্রাইব্যুনালের আশাপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

পুরো এলাকা জুড়ে র‍্যাব, পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনালের সামনের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশের সাঁজোয়া যান এপিসি, জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

ট্রাইব্যুনাল এলাকায় কতর্ব্যরত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মঞ্জুর আহমেদ বলেন, এই এলাকায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও মোতায়েন রয়েছেন। তিনি বলেন, কঠোর নিরাপত্তা বলতে যা বোঝায় আমরা সেটিই করেছি। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

উল্লেখ, আজ বুধবার মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধের মামলার রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

(ওএস/অ/অক্টোবর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test