E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তথ্যপ্রযুক্তি-বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বারোপ

২০২৩ ফেব্রুয়ারি ২৩ ১৮:১৭:১৮
তথ্যপ্রযুক্তি-বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার : তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি সরকার নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন, উন্নয়ন এবং নারী নির্যাতন প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনের লক্ষ্যে বিভিন্ন আইন, পলিসি ও স্ট্রাটেজি প্রণয়ন ও বাস্তবায়ন করছে। নিরাপদ ইন্টারনেট, সাইবার নিরাপত্তা, বাল্যবিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে সচেতন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে ৬৭তম কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের অধিবেশন উপলক্ষে কনসালটেশন সভায় এসব কথা বলেন তিনি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশএ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ গীতাঞ্জলি সিং।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আকতার, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রোকেয়া কবীর, রঞ্জন চন্দ্র কর্মকার, শিপা হাফিজাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

কনসালটেশন সভায় অংশগ্রহণকারী বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টস, সিভিল সোসাইটি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা দলগত কাজের মাধ্যমে ৬৭তম কমিশন অন দ্য স্টাটাস অব উইমেনের অ্যাগ্রিড কনক্লুশনের ওপর মতামত তুলে ধরেন। তারা প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষা, গবেষণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রযুক্তি হস্থান্তর ও সাইবার নিরাপত্তা বিষয়ে নারীদের অগ্রাধিকার প্রদানের আহ্বান জানান।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test