E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ঢাকার উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র’

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ০০:১৩:৩০
‘ঢাকার উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র’

স্টাফ রিপোর্টার : ঢাকা শহরের উন্নয়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শহরগুলোর উত্তম কার্যক্রমের অভিজ্ঞতা ঢাকার সঙ্গে শেয়ার করা হবে৷ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চাইলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সহযোগিতা দেবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ডিএনসিসির নগর ভবনের হল রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ডিএনসিসির ২০ সদস্যের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের মিয়ামি সফর করে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে নগর ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নিতে ডিএনসিসির এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেয়র আতিকুল ইসলাম।

এই সফরের অভিজ্ঞতা জানাতে প্রেস ব্রিফিং আয়োজন করে ডিএনসিসি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধান, কাউন্সিলর ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ওএস/এএস/১৪ ফেব্রুয়ারি, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test