E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুই সপ্তাহ পর মশা নিয়ন্ত্রণে আসবে, আশা তাপসের

২০২১ মার্চ ০৩ ১৯:৩১:৩৩
দুই সপ্তাহ পর মশা নিয়ন্ত্রণে আসবে, আশা তাপসের

স্টাফ রিপোর্টার : আগামী দুই সপ্তাহ পর থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (৩ মার্চ) রাজধানীর পান্থপথের পান্থকুঞ্জ বক্স কালভার্ট ও পান্থকুঞ্জ অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন শেষে মেয়র তাপস এ মন্তব্য করেন।

ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘ঢাকাবাসীকে আমরা একটু ধৈর্য ধারণ করতে অনুরোধ করছি। আমরা কৌশল পরিবর্তন করেছি। এখন আমরা যে কার্যক্রম নিচ্ছি, আমাদের সকালের কার্যক্রম চার ঘণ্টায় চলছে, বিকেলের কার্যক্রম আমরা আরও বাড়িয়েছি। আমরা আশাবাদী, আগামী দুই সপ্তাহ পর থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে চলে আসবে। ডেঙ্গুর জন্য আমাদের কৌশল পরিবর্তন করে আবার এপ্রিল থেকে আমরা কার্যক্রম শুরু করব।’

নতুন কৌশল ও কীটনাশক কেন আগে পরিবর্তন করা হয়নি এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমি একটি বিষয়ে আপনাদের পরিষ্কার করতে চাই। আমাদের বিশেষজ্ঞ যারা আছেন, তারা ঘটনা ঘটলে অনেক বড় বড় পরামর্শ দিতে পারেন। কিন্তু ঘটনা ঘটার আগে আমাদের কি করণীয়, আমাদের কি পদক্ষেপ নিতে হবে, সে রকম পরামর্শ আমরা পাই না। আমাদের বলা হয়েছিল, ডেঙ্গুর প্রকোপটা যেহেতু আছে, তাই এ কার্যক্রম ডিসেম্বর পর্যন্ত চালিয়ে নিতে হবে। কিন্তু সেই কার্যক্রমটা ভুল ছিল। শীত আসার সঙ্গে সঙ্গে আমাদের কিউলেক্স মশার বিরুদ্ধে কার্যক্রম নেয়া উচিত ছিল। কারণ পানি বদ্ধ হয়ে যাচ্ছিল।’

ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘আমরা যদি খালগুলো আরও দুই মাস আগে পেতাম তাহলে হয়তোবা বর্জ্য অপসারণ কার্যক্রম আরও বেগবান করতে পারতাম। তাহলে ধীরে ধীরে কিউলেক্স মশার প্রভাব কমে যেত। কীটনাশক পরিবর্তন করলে ভালো ফল পেতাম।’

শেখ তাপস বলেন, ‘গত জানুয়ারি থেকে আমরা খালগুলো থেকে যে বর্জ্য অপসারণ ও চ্যানেল পরিষ্কারকরণ কার্যক্রম শুরু করেছি, সেই কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২০ কিলোমিটার খাল থেকে বর্জ্য-পলি অপসারণ করা হয়েছে। এই সময়ে আমরা প্রায় দুই লাখ মেট্রিক টন বর্জ্য-পলি অপসারণ করেছি।’

এসটিএস উদ্বোধনের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মার্চ ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test