E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রজ্ঞাপনের ৯০ দিনের মধ্যে ডিএনসিসির নির্বাচন

২০১৭ ডিসেম্বর ০৩ ১৫:১৯:২৩
প্রজ্ঞাপনের ৯০ দিনের মধ্যে ডিএনসিসির নির্বাচন

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যু সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন হবে। আমাদেরকে অবহিত করলে সে দিন থেকে আসনটি শূন্য ঘোষণা করা হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রজ্ঞাপন হাতে পেলে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে যত নির্বাচন আছে তার সবই এখন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে অনুষ্ঠিত হবে। ডিএনসিসিতেও প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সময়ে নতুন ১৮টি ওয়ার্ড ডিএনসিসির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সেখানে এখনই কাউন্সিলর পেতে নির্বাচন হবে কি না তা বলা যাচ্ছে না। কারণ বিষয়টি জটিল। ভোটার তালিকা সংযুক্ত করা হয়েছে। এখন সিডি নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এটি হলে কমিশনে উপস্থাপন করা হবে। পরে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test