E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শাহজালালে ২৫ লাখ টাকার সোনা জব্দ

২০১৭ নভেম্বর ১৮ ১৬:৩৪:৫২
শাহজালালে ২৫ লাখ টাকার সোনা জব্দ

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় প্রায় আধা কেজি (৪৮১ গ্রাম) সোনাসহ ওই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। জব্দকৃত সোনার আনুমানিক দাম প্রায় ২৫ লাখ টাকা। শুক্রবার রাতে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দলের সহকারি কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক যাত্রীর নাম আব্দুল আলীম ভুইয়া। তিনি সৌদি আরব থেকে দুবাই হয়ে একটি ফ্লাইটে ঢাকায় আসেন। সোনার বারগুলো ওই যাত্রীর কোমরে ও মোজার ভেতর লুকানো অবস্থায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর তল্লাশী করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আব্দুল আলীমের পাসপোর্ট অনুযায়ী তিনি চলতি বছর ১২ বার বিদেশ ভ্রমণ করেছেন। এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test