E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

২০১৫ মার্চ ০৬ ২১:০৪:৫৩
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৮৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো রানের ঝুঁলি পূর্ণ করেছে ভারত। দলীয় ১৩৪ রানে ৬ উইকেট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটে জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারতীয়রা।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজিকে ৪ উইকেটে হারিয়ে বি-গ্রুপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টানা ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে ধোনির দল। অন্যদিকে, এ ম্যাচ হেরে ৫ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনাল নিয়ে সংশয়ে পড়েছে।

জয়ের জন্য ১৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানে ২ উইকেট হারায় ভারত। এরপর দলীয় ৬৩ রানে বিরাট কোহলি সাজঘরে ফিরেছেন। দলীয় ৭৮ রানে ফিরে গেছেন রেহানেও। দলীয় ১০৭ রানে একই পথে হেঁটেছেন সুরেশ রায়না।৩০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ১৩৫ রান। এরপর অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন ভারতের অধিনায়ক ধোনি। ২৯.৩ ওভারে দলীয় ১৩৪ রানে জাদেজা ক্যারিবীয় বোলার আন্দ্রে রাসেলের শিকারে পরিণত হলে চাপ বাড়ে ভারতের। তবে রবিচন্দ্রন আশ্বিনকে নিয়ে বাকি কাজটা নির্বিঘ্নেই সেরেছেন ধোনি। ইনিংসের ৬৫ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত। ধোনি অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৪৫ রানে। আশ্বিন নট আউট থেকেছেন ১৬ রানে।

অস্ট্রেলিয়ার পার্থে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। খেলতে নেমে ভারতীয় বোলিং তোপে নাকাল হচ্ছে দলটি। দলীয় ৬৫ রানেই সাজঘরে ফিরেছেন ওপেনার ডোয়াইন স্মিথ (৬), স্যামুয়েলস (২), ক্রিস গেইল (২১), দিনেশ রামদিন (০) ও সিমন্সের (৯) মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা।

(ওএস/এটিআর/মার্চ ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test