E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বকাপ ট্রফিতে দাগ!

২০১৪ জুলাই ২১ ১২:৩৫:৪৩
বিশ্বকাপ ট্রফিতে দাগ!

স্পোর্টস ডেস্ক : দাগ লেগেছে বিশ্বকাপ ট্রফির গায়ে। কে লাগিয়েছে, তা না জানা না গেলেও কর্মটি যে জার্মানদের, এটা নিঃসন্দেহ। কারণ, বিশ্বকাপ জয়ের পর ট্রফি চলে যায় জার্মানিতে। আর দাগটি সেখানেই লাগে। ট্রফির শরীর পুরোদস্তুর আঁচড়ে দেওয়া হয়েছে।

জার্মান কর্তৃপক্ষ বলছে, আঁচড় লেগে গেছে! জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি উলফগ্যাং নিয়েরসবাখ নিজেই তা স্বীকার করেছেন।

জার্মানি বিশ্বকাপ জিতেছে গত ১৩ জুলাই। ব্রাজিলের মারাকানায় অনেক সাধনার বিশ্বকাপ ট্রফি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন জার্মানরা। ২৪ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা। খেলোয়াড়েরা দেশে ফেরার পর বার্লিনের পথে পথে ট্রফি নিয়ে উল্লাস চলে। জার্মানরা আরো বেশি মাতোয়ারা হন। এই আনন্দ উৎসবের ফাঁকেই ঘটে যায় অঘটন।

তবে বিষয়টি দ্রুত সমাধানের পথও বলে দিয়েছেন নিয়েরসবাখ। তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপ ট্রফির একটা অংশে আঁচড় লেগেছে। ওটা মেরামতযোগ্য। আশা করি, আমাদের বিশেষজ্ঞরা ট্রফি আগের মতো করে ফেলবেন।’


কার অসাবধানতায় অঘটন, তা রয়ে গেছে জানার বাইরেই। নিয়েরসবাখ বলেছেন, ‘এই কাজটা কার, তা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো ফলাফল ছাড়াই তদন্ত শেষ করতে হয়েছে।’ সূত্র : গোলডটকম

(ওএস/এইচআর/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test