E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে সপ্তাহব্যাপী আম মেলা শুরু

২০১৪ জুন ০৭ ২১:৩০:৪৫
ময়মনসিংহে সপ্তাহব্যাপী আম মেলা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি : ‘ভেজাল ফল খাবো না, পঙ্গু জাতি গড়বো না’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে সপ্তাহব্যাপী ফরমালিন ও ভেজালমুক্ত সমবায় আম মেলা শুরু হয়েছে।

শনিবার শহরের টাউন হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন : কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ফিরোজ, ঢাকা সমবায় অধিদপ্তরের (অডিট ও আইন) অতিরিক্ত নিবন্ধক মো. সাইদুজ্জামান, ঢাকা বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. আসাদুজ্জামান, সমবায় আম সমিতির সভাপতি শাহজাহান পারভেজ, মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন : ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা হরিদাস ঠাকুর, রূপসি সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. আবুল হোসেন, নোমানুর রশিদ নোমান।

মেলায় ময়মনসিংহ জেলার সাতটি সমবায় সংগঠনের ফরমালিন ও ভেজালমুক্ত আমের সাতটি স্টল রয়েছে। এ মেলা চলবে ১৩ জুন পর্যন্ত।

(ওএস/এস/জুন ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test