E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশের ৭০ ভাগ হাইব্রীড ধান বীজ উৎপাদিত হচ্ছে ময়মনসিংহে

২০১৪ মে ২৮ ১৮:৫০:৩৩
দেশের ৭০ ভাগ হাইব্রীড ধান বীজ উৎপাদিত হচ্ছে ময়মনসিংহে

ময়মনসিংহ প্রতিনিধি : বেসরকারিভাবে দেশের মোট উৎপাদনের ৭০ ভাগ হাইব্রীড বোরো ধান বীজ উৎপাদন হয় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় । চলতি উৎপাদন মৌসুমে প্রতিদিন কাজ করছেন ৭ হাজার  কৃষি শ্রমিক । কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় এই কৃষি শ্রমিকরা এখন আর্থিকভাবে স্বচ্ছল । জানা যায়, মুক্তাগাছার আবহাওয়া অনুকূলে থাকায় ২০০২ সালে বেসরকারী সংস্থা ব্র্যাক প্রথম হাইব্রীড ধান বীজ উৎপাদন শুরু করে ।

বাম্পার ফলন হওয়ায় তৎপরবর্তীতে বাড়তে থাকে কোম্পানীর সংখ্যা। ময়মনসিংহস্থ বীজ প্রত্যায়ন এজেন্সি সূত্রে জানা যায় , চলতি মৌসুমে উপজেলায় বেসরকারী সংস্থা সুপ্রীম সিড , নর্থ সাউথ, তিন পাতা, লাল তীর, এসিআই, আফতাব , গ্যাটকো, পার্টেক্স এগ্রো, নীল সাগর , কৃষিবিদ, বায়ার ক্রপ সাইন্স , নাফকোসহ এক ডজন কোম্পানী ১১ হাজার ৩৪ দশমিক ২৯ হেক্টর জমিতে হাইব্রীড বীজ ধান উৎপাদন করে। ফলন হয় ২ দশমিক ৫ মে:টন থেকে ৩ মে:টন হাইব্রীড ধান বীজ । গত মৌসুমে সারাদেশে হাইব্রীড বোরো ধান বীজ উৎপাদন হয় ১০ হাজার মে:টন । তন্মধ্যে মুক্তাগাছায় উৎপাদন হয় ৭ হাজার মে:টন । মুক্তাগাছাস্থ সুপ্রীম সীড কোম্পানীর প্রকল্প পরিচালক শামসুল আরেফিন জানান, তাদের কোম্পানীতেই প্রতিদিন কাজ করছে ২ হাজার কৃষি শ্রমিক । ক্ষেতের ড্রেন তৈরি , আইল সাটাই , রোপন, সমান্তরাল , কীট নাশক , সার প্রয়োগ, আগাছা বাছাই , রগিং , কর্তন, মাড়াই, শুকানো , পরিস্কার , প্যাকেটজাত , পরিবহন , লোড আনলোডিং করে থাকেন এই শ্রমিকরা । প্রতিদিনের বেতন পুরুষ শ্রমিক ৪শ’ টাকা এবং নারী শ্রমিক ২শ’ ৮০ টাকা । অপরদিকে জমি ভাড়া নিয়ে হাইব্রীড ধান বীজ উৎপাদন করায় উপকৃত হচ্ছেন জমির মালিকরাও । চাষাবাদের ঝুঁকি পোহাতে হচ্ছেনা তাদের । ডিসেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত বোরো বীজ উৎপাদন মৌসুমে একর প্রতি জমির ভাড়া পান ১৮ হাজার টাকা থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত । কাশিমপুর ইউনিয়নের কৃষি শ্রমিক খলিল , জলিল, কেরামত দুল্লা ইউনিয়নের তোফাজ্জল , জাহাঙ্গীর জানান , হাইব্রীড ধান বীজ উৎপাদনের কাজে কাঙ্খিত মজুরী পাওয়ায় সংসারে স্বচ্ছলতা এসেছে । তাছাড়া কাজের অভাবে বাড়িতে এখন আর বেকার বসে থাকতে হয় না । ময়মনসিংহ বীজ প্রত্যায়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা তাহমিনা সুলতানা জানান, সরকারীভাবে কোম্পানীগুলির বীজের গুণগতমাণ নিয়ন্ত্রণ করা হয় ।
(এমডি/এএস/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test