E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ধান চাষ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

২০১৫ মে ১৩ ১৫:২৩:৪৯
ফরিদপুরে ধান চাষ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপ-জেলার অম্বিকাপুর ইউনিয়নের মধ্যভাষানচর আলোর দিশারী সমবায় সমিতি অফিসে বুধবার দুপুরে ধান চাষ (আমন উফসী) উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফরিদপুর এডিপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসববে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর এডিপি ম্যানেজার রাখাল সুবাস গমেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ এস. এম. বেলালুর রহমান, এডিপি ফরিদপুরের কৃষি কর্মকর্তা মো. বাবলুর রহমান, বৈশাখী টেলিভিশনের কে. এম. রুবেল, কৃষক নজরুল ইসলাম, রেজাউল সেক, কৃষানী সুমি বেগম, সুর্ইায়া বেগম, রেহেনা বেগম, কামরুল হাসান জুয়েল।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, স্বল্প মেয়াদী উচ্চ ফলন শীল ও জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানো উপযোগী আমন ধানের আধুনিক জাত ও কিভাবে স্বল্প খরচে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সে জাতগুলি চাষ করে দরিদ্র কৃষকদের অধিক লাভ করতে সক্ষম হবে।
দিনব্যাপি কর্মশালায় ১০০জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
(এসডি/পিবি/মে ১৩,২০১৫)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test