দিনাজপুরে রঙিন ফুলকপি ও বাঁধাকপিতে লোকসান পুষিয়ে নিচ্ছে কৃষক

শাহ্ আলম শাহী, দিনাজপুর : সবুজ পাতার ভেতর হলুদ কোথাও পিংক বেগুনী আবার কোথাও নীল রং। দূর থেকে দেখলে মনে হয়, ফুটে আছে সুন্দর কোন ফুল। তবে, এটা ফুল নয়, শীতকালীন সবজি ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত। মনোরম এই দৃশ্য চোখে পড়বে দিনাজপুর সদর, বীরগঞ্জ ও বিরল উপজেলার বিভিন্ন গ্রামে।
কৃষি বিভাগের পাশাপাশি বিভিন্ন বেসকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলায় বিস্তৃর্ণ ক্ষেত জুড়ে এই রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ। এ ফুলকপি এবং বাঁধাকপি চাষে পোকা দমনে জৈব বালাইনাশক ফরোমন ফাঁদ ও হলুদ ট্যাপ ব্যবহার করা হচ্ছে। ফলনও বেশ ভালো। বাজারে ব্যাপক চাহিদা, দামও ভালো পাচ্ছে কৃষক। এতে চলতি মৌসুমে অন্যান্য সবজি চাষ করে যে লোকসান খেয়েছে,সেই লোকসান পুষিয়ে নিতে পারছে কৃষক। পাইকারেরা এসে ক্ষেত থেকেই নিয়ে যাচ্ছে ফুলকপি।স্থানীয় বাজারে প্রতি কেজি রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০টাকায়। ফলে রঙিন ফুলকপি ও বাঁধাকপির সাফল্যে খুশি কৃষক।
বীরগঞ্জ উপজেলার নিজপাড়া,ভোগনগর ও সাতোর ইউনিয়নের রঙিন ফুলকপি চাষিরা বলছেন, সাদা কপি ৫ টাকায় বিক্রি হলেও এ কপি এখনো বাজারে প্রতিপিস বিক্রি হচ্ছে ৩০/৪০ টাকায়।
বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের সবজি চাষি কুশল চন্দ্র রায় ২০ শতাংশ জমিতে চাষ করেছেন রঙিন ফুলকপি।
রোববার সকালে দুপুরে ওই গ্রামে ক্ষেত ঘুরে দেখা যায়, চাষ করা হলুদ, গোলাপি ও হালকা লাল রঙের বাহারি ফুলকপি এখন শোভা পাচ্ছে তার জমিতে। যা শুধু দৃশ্যমান সৌন্দর্যই বাড়ায়নি, বাজারেও এনেছে বিপুল সাড়া।
তিনি পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ করে সাফল্য পেয়েছেন। চারা ছাড়াও ফুলকপি চাষের জন্য প্রয়োজনীয় জৈব সার, কীটনাশক ও পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করেছে উপজেলা কৃষি অফিস।
কুশল চন্দ্র রায়ের মতো ভোগনগর ও সাতোর ইউনিয়নের আরও চারজন রঙিন ফুলকপি ও বাঁধাফুলকপি চাষিদের এনে দিয়েছে সাফল্য। সাদা ফুলকপি যেখানে বিক্রি হয় প্রতিপিস ৫/৬ টাকায়, সেখানে তার চাষ করা রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ইতোমধ্যেই ৭ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন কুশল। তিনি আশা করছেন, বাকি ফসল থেকে ৪৫ থেকে ৫০ হাজার টাকা আয় করবেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষ করার পরিকল্পনাও রয়েছে তার।
কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী কুশল চন্দ্র রায় জৈব পদ্ধতিতে চাষ করেছেন এই রঙিন ফুলকপি। পোকামাকড় দমনের জন্য ব্যবহার করেছেন হলুদ ফাঁদ, যা কপিগুলোকে করেছে স্বাস্থ্যকর এবং বিষমুক্ত।
বীরগঞ্জ পৌর বাজারের সবজি ব্যবসায়ী মো. মোজাম্মেল জানান,এ কপির পুষ্টি এবং গুনাগুন অনেক ভালো। রঙিন ফুলকপি বাজারে আসা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে। দামও মিলছে আশানুরূপ।
স্থানীয় ক্রেতা আশারুল বলেন, ২৫ টাকা দরে রঙিন ফুলকপি কিনেছেন তিনি। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি সুস্বাদ বলে জানালেন তিনি। এর আগে দুইবার খেয়েছেন।তাই আবারো নিলেন।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.শরিফুল ইসলাম জানান,এই রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষে কৃষকরা আশানুরূপ ফলন ও বাজারমূল্য পেয়েছেন। রঙিন ফুলকপির পুষ্টিগুণ সাদা ফুলকপির তুলনায় অনেক বেশি এবং এতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এ বছর বীরগঞ্জ উপজেলায় ৭০২ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে এবং এর মধ্যে ২৫ একর জমিতে রঙিন ফুলকপি চাষের উদ্যোগ নেওয়া হয়। বাজারে এর উচ্চ চাহিদা থাকায় আগামী বছর আরও বেশি কৃষক এই চাষে যুক্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
দিনাজপুরের সদর উপজেলার দিঘন, জংগলপাড়া ও মহব্বতপুরের বিস্তৃর্ণ ক্ষেত জুড়ে ব্যতিক্রমী শীতকালীন সবজি রঙিন ফুলকপি চাষ করেছে কৃষকরা। কোনোটি হলুদ, কোনোটি পিংক-বেগুনি। আর এসব ফুলকপি কোনও প্রকার কীটনাশক ছাড়াই জৈব বালাইনাশক ফেরোমন ফাঁদ ব্যবহারেই এই ফুলকপি করা হচ্ছে।
শেখপুরা ইউনিয়নের দিঘইন জংগলপাড়া গ্রামের কৃষক মো. আলমগীর জানালেন, 'গতবছর তিনি পরীক্ষামূলকভাবে তার ২০ শতক জমিতে ক্যারোটিন জাতের রঙিন ফুলকপি চাষ করে ব্যাপক লাভবান হন। তাই এবছর আড়াই বিঘা জমিতে চাষ করেছেন এই রঙিন ফুলকপি। এবার ক্যারোটিনের পাশাপাশি ইয়োলো স্টার (হলুদ) ও ভেনেটিনা (পিংক) জাতের রঙিন ফুলকপি চাষ করেছি। বাম্পার ফলন হয়েছে। কোনও রোগ বালাই নেই, খরচ কম। লাভ বেশি।'
সদর উপজেলার আউলিয়াপুর ইউপির মহব্বতপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম জানালেন, মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকের কাছে বিনামুল্যে বীজ পেয়ে তিনি দেড় বিঘা জমিতে এই রঙিন ফুলকপির চাষ করেছি। শুধুমাত্র জৈব বালাইনাশক ও ফেরোমন ফাঁদ ব্যবহারেই চাষ করেছি, এই ফুলকপি। বাজারে ব্যাপক চাহিদা থাকায় পাইকার ক্ষেত থেকেই ফুলকপি কিনে নিয়ে যাচ্ছেন। দামও ভালো।'
কৃষক ইমতিয়াজ বলেন, ‘প্রথমবারের মতো রঙিন ফুলকপির চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। চাষে পোকা দমনে ফরোমন ফাঁদ ও হলুদ ট্যাপ ব্যবহার করে ২২ শতক জমিতে প্রায় দেড় হাজার কপি হয়েছে। এতে খরচ হয়েছে মাত্র ১২ হাজার টাকা। বাজারে প্রতিটি কপি ৩০টাকা থেকে ৩৫ টাকা দরে পাইকারি বিক্রি করছি। এ পর্যন্ত ৩০ হাজার টাকার কপি বিক্রি করেছি। আরো আছে।লোকজন রঙিন জাতের কপি কিনতে বেশ আগ্রহী। অল্প টাকা খরচ করে আমি বেশ লাভ পেয়েছি। আগামীতে আরও বেশি জমিতে এ জাতের কপির চাষ করবো।'
দিনাজপুর সদর উপজেলার পারদিঘন গ্রামের ছামিদুল ইসলাম বাড়ির অদূরে গর্ভেশ্বরী নদীর বাঁধের পাড়ে দুই বিঘা জমিতে সাদা, গোলাপি, সবুজ, হলুদ—চার প্রকারের ফুলকপি এবং ব্রকলি, চায়নিজ ক্যাবেজ, রেড ক্যাবেজ, সাধারণ বাঁধাকপিসহ মোট ১৩ হাজার চারা লাগিয়েছেন। ফলন পেয়েছেন ভালো। বাজারজাত করছেন ফসল। দামও ভালো।
কিন্তু, অন্যান্য শীতকালীন সবজি চাষ করে বাজারে ফসলের আশানুরূপ দাম না পাওয়ায় তার এখন অনেক আফসোস। তবে,রঙিন ফুলকপি ও বাঁধাকপিতে তার লোকসান পুষিয়ে নিতে পারায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে
ছামিদুল জানান, দুই বিঘা জমি এক বছরের জন্য বর্গা নিয়েছেন ৬০ হাজার টাকায়। জমিতে বিভিন্ন জাতের ফুলকপি, বাঁধাকপি, আলু, রসুন, টমেটো লাগিয়েছেন। এর মধ্যে ৪ হাজার রঙিন ফুলকপি-বাঁধাকপির চারা স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিনা মূল্যে পেয়েছেন। অবশিষ্ট চারাগুলো প্রতিটি কিনতে হয়েছে ১ টাকা ৮০ পয়সা দরে। এরপর জমি প্রস্তুত, সার, কীটনাশক, শ্রমিক বাবদ খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। ছামিদুল বলেন, ‘প্রতি পিস কপি যদি ১০ টাকাও দাম পেতাম, অন্তত আসলটা উঠে আসত। কিন্তু বাজারে এখন প্রতি পিস বিক্রি করছি ৫-৬ টাকায়। তবে রঙিন ফুলকপিটার দাম ২০ থেকে ৩০ টাকা পেয়েছি। সেটা দিয়ে লোক্সান পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তের উপপরিচালক মো. নুরুজ্জামান জানান, টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গত দু'বছর ধরে জেলায় রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ হচ্ছে। চাষ করে সফলতা পেয়েছেন অনেক কৃষক। বাজারে ভাল চাহিদা থাকায় আগামীতে বাণিজ্যিকভাবে রঙিন জাতের এই ফুলকপির চাষ বাড়বে। অন্য কৃষকরাও এ জাতের রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছেন।
ক্ষেতে কোনো প্রকার কীটনাশক ও সার প্রয়োগ না করে কেবল জৈব পদ্ধতিতে বালাইনাশক ফরোমন ফাঁদ ও হলুদ ট্যাপ ব্যবহার। ফলনও বেশ ভালো। রঙিন ফুলকপি ভেষজগুণ সম্পন্ন একটি সবজি। স্বাদেও ভালো। সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপিতে ২৫ শতাংশের বেশি ক্যারোটিন রয়েছে। যা ত্বক ও চোখকে ভালো রাখে। এটি কোলাজেন ধ্বংস করে। যা স্বাস্থ্যের জন্য ভালো।এর মধ্যে ভিটামিন এ, সি এবং কেসহ বিভিন্ন ধরণের ভিটামিন রয়েছে। এতে রয়েছে মিনারেলস, পটাসিয়াম ও ম্যাঙ্গানিজ। সেই সাথে এ ফুলকপিতে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।'
দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুরেজা মো. আসাদুজ্জামান জানান, 'টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় বিভিন্ন উচ্চ মূল্যের সবজি যেমন স্কোয়াশ, ক্যাপসিকাম, রঙিন ফুলকপি, রঙিন বাঁধাকপি, ব্রকলি আবাদ প্রদর্শনী কৃষকদের প্রদান করা হয়েছে। এ বছর দিনাজপুর জেলায় ৫২ হেক্টর জমিতে রঙ্গিন ফুলকপি ও বাঁধাকপি চাষ হয়েছে। ভোক্তাদের মাঝে নিরাপদ উচ্চ মানের সবজি উপহার দেওয়ার লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়েছে। এ ব্যাপারে কৃষি অধিদপ্তর ও কিছু উন্নয়ন সংস্থা কৃষকদের পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ প্রদানে মাঠ পর্যায়ে কাজ করছে। এ কপি দেখতেও যেমন আকর্ষণীয় তেমনি পুষ্টিগুণ সমৃদ্ধ। এটিতে জ্যান্তফিল, ক্যারোটিনেট, ভিটামিন এ থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি বাড়ায় ও ক্যান্সারের ঝুঁকি কমায়।'
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার বাঁধাকপির চাষ হয়েছে ২ হাজার ১২২ হেক্টর জমিতে এবং ফুলকপির চাষ হয়েছে ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে। এর মধ্যে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ হয়েছে,বেশকিছু জমিতে।
(এসএএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শেখ হাসিনা আর কখনোই এ দেশে আসতে পারবে না’
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- 'ভোট ডাকাতির নির্বাচন জামায়াতে ইসলামী চায় না'
- রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় এক নারী যাত্রী নিহত
- নিজ গ্রামে শিশুটির দাফন, আসামিদের বাড়িতে আগুন
- ‘রাষ্ট্রব্যবস্থা কতটা ভঙ্গুর সেটারই উদাহরণ মাগুরার শিশুটি’
- ছাড়পত্র না থাকায় ভেঙে দেওয়া হলো ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- পাংশায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
- রাজস্থলীর অসহায় পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন
- দলের দুঃসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে : শামা ওবায়েদ
- সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- ঈশ্বরগঞ্জে নির্বাচন কমিশনের উদ্যোগে মানববন্ধন অবস্থান কর্মসূচী
- কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
- খরস্রোতা তিস্তা এখন মরা খাল, ভাঙনে দুই যুগে লক্ষ কোটি টাকার ক্ষতি
- ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন দাবিতে নির্বাচন অফিসের মানববন্ধন
- শৈলকুপায় দেবরের হাতে আহত ভাবীর মৃত্যু
- সাতক্ষীরায় দুই সাংবাদিককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পঞ্চগড়ে পালিত হলো বই উৎসব
- ‘আপনাদের সহযোগিতায় ফরিদপুরে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করতে চাই’
- স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু শনিবার
- খাল পুনঃখননে ব্যাপক অনিয়ম-দুনীতির প্রতিবাদে গৌরনদীতে কৃষকদের মানববন্ধন সমাবেশ
- বিকৃত পৌরুষের শিকার আছিয়া, সমাজ কতটা দায়ী?
- রাজবাড়ীতে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা
- নির্ভার, তবুও মাঠ চষে বেড়াচ্ছেন ইকবাল হোসেন অপু
- কাপাসিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ‘ইন্ডাস্ট্রি নতুনদের পাশে থাকে না’
- কাজী সালিমুল হক কামাল সাবেক এমপির পক্ষে মহম্মদপুরে শীতবস্ত্র বিতরণ
- ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলে দেশে ফিরবেন সোমবার
- বরিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান রিন্টু গ্রেপ্তার
- সিরিয়ায় তুরস্কের বিমান হামলা
- ‘বরেণ্য নারীদের লেখায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বই প্রকাশ
- যাত্রীবাহি বাসে ডাকাতি ও ২ নারী যাত্রীকে ধর্ষণ, বাসসহ আটক ৩
- পাংশায় ৩৭০ পিস গাঁজার গাছসহ চাষী গ্রেফতার
- বাগেরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দুই নারী কসাই, আলোচনা সর্বত্রই!
- বঙ্গবন্ধু
- লিভার রোগের ঝুঁকি এড়াতে প্রয়োজন সচেতনতা
- বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্য নেবে কমিশন
- আওয়ামী লীগ নেতাদের ঠিকাদারী কাজের তদারকির দায়িত্বে ছাত্রদলের আহবায়ক
- জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে সরকারকে আল্টিমেটাম
- বশেমুরবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ৭৫ লাখ টাকা
- ১০ লাখ টাকা নিয়ে ছেলে ঈশানের সঙ্গে আমিন খানের দ্বন্দ্ব
- অদম্য মেধাবী এক কিশোরের গল্প, ভালো কলেজে ভর্তি নিয়েও সংশয়