E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধান চাষে সার প্রয়োগযন্ত্র ব্যবহারে বাড়ছে ফলন

২০২৪ নভেম্বর ১৬ ১৮:৪৯:৪২
ধান চাষে সার প্রয়োগযন্ত্র ব্যবহারে বাড়ছে ফলন

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে প্রথমবারের ধান চাষের দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র ব্যবহার করে আশানুরূপ ফলন পেয়েছে চাষিরা। যন্ত্রটি দেশের কৃষিখাতে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন বলে দাবি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারায় আয়োজিত মাঠ দিবসে এই প্রযুক্তির কার্যকরিতা নিয়ে আলোচনা করে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

জানা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র মাটির গভীরে সঠিক পরিমাণে সার প্রয়োগ নিশ্চিত করে। যা প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় ৪০ শতাংশ সাশ্রয় করতে সক্ষম। ফলে সারের কার্যকারিতা ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি এবং পরিবেশে নাইট্রাস অক্সাইড নির্গমন কমে।

কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে আর উদ্ভাবিত যন্ত্রের পরীক্ষামূলক ফলাফল নির্ণয় করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস করা হয়। উদ্ভাবিত প্রয়োগযন্ত্রটি দেশজুড়ে ছড়িয়ে দেয়ার কথাও জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন, সিনিয়র সাইন্টিফিক অফিসার মো: মোজাম্মেল হক প্রমুখ।

(একে/এসপি/নভেম্বর ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test