রাজবাড়ীতে হঠাৎ বেড়েছে তামাক চাষ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হঠাৎ করেই বেড়েছে তামাকের আবাদ। বেশি মুনাফা আর কোম্পানির প্রলোভনে তামাক চাষে আগ্রহী হচ্ছে কৃষক। তবে তামাক আবাদের সঙ্গে জড়িত কৃষকরা শ্বাস কষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। কৃষি বিভাগ বলছে, যে কৃষক তামাক চাষে জড়িত তাদের অন্য ফসল আবাদের প্রণোদনা বন্ধ করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের চরাঞ্চল ঘুরে দেখা যায় প্রতিটি বাড়িতেই তামাক পরিচর্যায় ব্যস্ত কৃষক। বাড়ির নারী-পুরুষ ও শিশুরাও তামাক পাতা শুকাতে ব্যস্ত। কিছু বাড়িতে তামাক পাতা শুকানোর জন্য আলাদা ঘর তৈরি করা হয়ছে। আবার কিছু বাড়িতে উঠান, ঘরের বারান্দায় শুকানো হচ্ছে তামাক পাতা। এসব এলাকায় গ্রামীণ সড়কের দুই পাশ দিয়েও তামাক পাতা শুকাতে দেয়া হয়েছে। এলাকাজুড়েই তামাক পাতা পরিচর্যায় ব্যস্ত সবাই।
চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছর এ এলাকায় তামাকের আবাদ খুব বেশি হচ্ছে। কারণ হিসেবে চাষিরা বলছে, চরাঞ্চলে মুড়ি পেঁয়াজ, রসুন ও সবজির আবাদ বেশি হত। কয়েক বছর ধরে পেঁয়াজ রসুন আবাদে চাষিদের অনেক লোকসান হয়েছে। কিন্তু তামাক আবাদে কোন লোকসান নেই। বিক্রির কোন ঝামেলা নেই। বিভিন্ন টোবাকো কোম্পানি নির্ধারিত দামে কিনে নেয় তামাক পাতা। প্রতিবছর কিছুটা হলেও বৃদ্ধি হয় তামাকের। এছাড়া বীজ ও সার দেয়া হয়। প্রাথমিকভাবে চাষের জন্য কিছু টাকাও দেয়। এজন্য কৃষক তামাক চাষে এমন আগ্রহী হচ্ছে।
এছাড়া রসুন ও মুড়ি পেঁয়াজের জমিতে সাথী ফসল হিসেবে তামাক আবাদ করা যায়। তামাক উঠায়ে আবার পাট চাষ হয়। এ বছর যারা মিষ্টি কুমড়ার আবাদ করেছিল তারা অনেক লস করেছে। ক্ষেত থেকে শেষের দিকে প্রতিকেজি মিষ্টি কুমড়া পাঁচ থেকে ১০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। এই চাষিরা আগামীতে আর কুমড়া চাষ করবে না। তারাও তামাক আবাদ শুরু করবে।
চাষিরা আরও জানান, তামাক চাষে কিছু সমস্যা হয়। যখন কাচা পাতা ছিড়তে হয় তখন হাতে গ্লাভস আর মুখে মাস্ক না থাকলে বমি আসে। হাত তিতা হয়ে থাকে সাবানে যায় না। খাবার খেতে কষ্ট হয়। এখানকার মানুষ গ্লাভস ও মাস্ক ব্যবহার করে না। আর তামাক পাতা শুকিয়ে গেলে বাড়িতে তামাকের গন্ধ ছড়িয়ে পড়ে। কাঁশি ও শ্বাস কষ্ট হয়। কেউ পাঁচ বছর তামাক আবাদ করলে সে সুস্থ থাকবে না।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নজিউদ্দিন মাতুব্বর পাড়ার তামাক চাষি রাজীব শেখ বলেন, আমি দুই বছর ধরে তামাকের আবাদ করছি। তার আগে এসব জমিতে পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন সবজির চাষ করতাম। তখন আমি কখনো লাভ করতে পারিনি। কারণ পেঁয়াজ যখন বিক্রি করবো তখন দাম নেই। রসুনের দাম থাকে না। একটা চিন্তা থাকতো সব সময়। কিন্তু তামাক পাতা বিক্রি নিয়ে আমার কোন চিন্তা নেই। গত বছর প্রতি কেজির দাম ছিল ১৫০ টাকা। এবার ১৭৫ টাকা। এখানে দাম বৃদ্ধি ছাড়া কমে না। আর একসঙ্গে বিক্রি করায় আমার অনেক টাকা হয়। একটা কাজ করতে পারি। তবে শরীরে অনেক সমস্যা হয়। কাঁশি হয়। দম বন্ধ হয়ে আসে। আর শুকনা পাতার কাছে বয়স্ক মানুষ যেতেই পারে না। তারপরও লাভের আশায় করতে হয়।
আরেক তামাক চাষি আজগর আলী বলেন, তামাক চাষে শুনি অনেক সমস্যা। নিজেরও কম বেশি সমস্যা হয়। তারপর তামাক চাষ করি একটু লাভের আশায়। একসাথে তামাক বিক্রি করে যে টাকা পায় সেটা দিয়ে সংসারের অনেক কাজ হয়। আমার চার বিঘা জমিতে তামাক আছে। এরপাশাপাশি ২০ শতক জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছিলাম। কিন্তু আমি ব্যবসায়ীর কাছে সব শেষে বিক্রি করছি ৮ টাকা কেজি দরে। অন্য ফসলে আবাদে আমার লাভের কোন নিশ্চয়তা নেই। কিন্তু তামাক আমি যে দিন বিক্রি করবো সেদিনই ১৭৫ টাকা কেজি দাম দিবে আমাকে।
উজানচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল শেখ বলেন, দুই বছরের মধ্যে আমাদের এই ইউনিয়নে তামাকে ছেঁয়ে গেছে। সবাই কম বেশি তামাক আবাদ করে। তামাক পাতা যখন শুকায় তখন সেখান দিয়ে যাওয়া কষ্ট হয়। আমার ধারণা এই তামাক আবাদের পর থেকে এলাকায় কাঁশি ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে তামাকের আবাদ বেড়েছে সেটা আমরা জানি। এজন্য আমরা এলাকায় কৃষকদের বলেছি, তামাক আবাদ করলে সরকারি কোন সুযোগ সুবিধা আমরা দেব না। এছাড়া অন্য কোন ফসলের প্রণোদনা দেব না। তামাক শুধু কৃষকের শারীরিক সমস্যা সৃষ্টি করে না। তামাক আবাদ করলে জমির উর্বরতা নষ্ট হয়। তামাক চাষে ব্যবহৃত হয় পটাসিয়াম ক্লোরাইড নামের সার। এই সার জমির মাটির ফসল উৎপাদেরর কার্যকারিতা একদম নষ্ট করে দেয়। আমরা সার ও কীটনাশক ব্যবসায়ীদের বলেছি এই পটাসিয়াম ক্লোরাইড সার বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, তামাক চাষ বৃদ্ধির কারণ হচ্ছে ট্যোবাকো কোম্পানির বিভিন্ন প্রলোভন। কৃষকদের প্রলোভন দিয়ে তারা তামাকের আবাদ করাচ্ছে। তবে আমরা চাষিদের নানাভাবে বোঝানোর চেষ্টা করছি তামাকের দীর্ঘ মেয়াদী ক্ষতিকর দিক।
রাজবাড়ী জেলায় এবছর অর্ধশত হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে। যার অধিকাংশই গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে হয়েছে।
(একে/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- শ্যামনগরে পুলিশের অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার
- পুরোনো সে দূরভাষ
- থাক না কাছে
- স্ট্যাম্পে লাথি মারায় কঠিন শাস্তি পেলেন ক্লাসেন
- সুন্দরবনে জাহাজে অসুস্থ পর্যটককে জরুরী চিকিৎসা দিল কোস্টগার্ড
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাগেরহাটে বৃষ্টিতে বিপাকে সাধারণ মানুষ
- বাগেরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
- ‘বৈষম্যমুক্ত, শান্তি ও সমৃদ্ধ দেশ গড়তে ইমামদের সৎ দায়িত্ব পালন করতে হবে’
- ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি
- ‘জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই’
- ‘১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে’
- অবৈধ বাংলাদেশি শিক্ষার্থী শনাক্তে দিল্লির সব স্কুলকে নির্দেশ
- ‘২৮ অক্টোবর জানান দিয়েছিল ক্ষমতায় এসে খুন-গুমের রাজ্য কায়েম করবে’
- ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ
- টাঙ্গাইল মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
- ময়মনসিংহে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ
- ৫ আগস্টের পর আত্মগোপনে রাজবাড়ীর ১১ ইউপি চেয়ারম্যান
- ভাসানী বিশ্ববিদ্যালয়ে জেএসপিএসের সেমিনার
- শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে বিষ্ফোরণ, দগ্ধ ২
- গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ
- পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ফের বিয়ের জন্য পাত্র খুঁজছেন ফারিয়া
- সোনারগাঁয়ে বোনের কাছে টাকা পাঠিয়ে প্রতারিত হলেন শিউলি আক্তার
- পাংশা উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যলয়ে মাসিক সভা অনুষ্ঠিত
- এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমীতে গ্রাজুয়েট হলেন ৮৫ পাইলট
- রাত পোহালেই পাংশা পৌর ভোট
- আত্মকর্মসংস্থান তৈরিতে দুই বোনের স্ট্রিট ফুডের ব্যবসা
- সীতাকুণ্ডে ছাত্রলীগ সভাপতি শিহাবের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল
- বিজয় দিবসে দেশবাসীকে টাইগারদের জয় উপহার
- টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালিত
- শতাধিক ভাঙা সেতু দিয়ে ‘বিপজ্জনক’ যাতায়াত
- জরাজীর্ণ ভবনে ‘আতঙ্ক’ নিয়ে পাঠদান
- তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ
- ‘মওলানা ভাসানী পা থেকে মাথা পর্যন্ত রাজনীতিবিদ ছিলেন’
- বাগেরহাটে ভারি বৃষ্টিতে শহরের রাস্তঘাটসহ নিম্নাঞ্চল প্লাবিত
- নড়াইলে ট্রাকের ধাক্কায় নিহত ৩
- শরীয়তপুরের তিনটি আসনে মোট ২২ প্রার্থী
- হেলাল হাফিজের কবিতা
- কুষ্টিয়া মুক্ত দিবস আজ
- দেশবাসীকে সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের
- জাতিসংঘে আইসিএসসি'র নির্বাচনে সদস্যপদ পেল বাংলাদেশ
- জেনে নিন অ্যালোভেরার উপকারিতা
- প্লাস্টিকের ভীড়ে হারাতে বসেছে বাঁশ-বেতের জিনিসপত্র
- ‘দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে’
- ‘মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি’