E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

২০২৪ সেপ্টেম্বর ২৩ ১৭:৪১:২৪
সালথায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় মাঠজুড়ে তপ্ত বাতাসে দোল খাচ্ছে কাঁচা-পাকা আমন ধানের শীষ। সোনালী রংয়ের ধানের উপর রোদ পড়ে চিকচিক করছে। ফসলের ক্ষেতে এই দৃশ্যে কৃষকের মুখচ্ছবিতে আনন্দ ফুটে উঠেছে। 

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কাঁচা-পাকা ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। যতদূর চোখ মেলে দেখা যায় শুধু ধানের ক্ষেত। ছড়ায় ছড়ায় দুলছে সোনারাঙা পাকা ধান। নতুন ধানের মিষ্টি ঘ্রাণে এখন ম ম করছে মাঠকে মাঠ। এবার রোদ ও বৃষ্টি ঠিক মতো হওয়ায় ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। কৃষাণ-কৃষাণীদের মনে বইছে আনন্দের বন্যা। ঘরে আসতে শুরু করেছে তাদের সোনালী স্বপ্ন ধান। মাঠজুড়ে সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে।

ধান চাষি এনামুল ও মুঞ্জু বলেন, এ অঞ্চলে বছরে তিনটি ফসল সমান তালে চাষাবাদ হয় থাকে। এখন চলছে আমন ধানের সৃজন। অন্যান্য বারের তুলনায় এবার ধানের গঠন অনেক ভালো আছে। বর্তমানে কিছু বপনকৃত ধান কাটা শুরু হয়েছে। কয়েকদিন পর থেকে রোপনকৃত ধান কাটা পুরোদমে শুরু হবে। আশা করা হচ্ছে এবার বিঘাপ্রতি ৪০/৫০ মণ ধান ফলন হবে। জমিতে ধানের শীষ দেখে আমাদের কাছে অনেক আনন্দ লাগছে।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সদীপ বিশ্বাস বলেন, এবছর সালথা উপজেলায় ১২ হাজার ৩শ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আমরা কৃষকদের সবধরনের পরামর্শ দিয়ে আসছি। মাঠে ধানের শীষ অনেক বড় হযেছে। আশা করছি ফলন অনেক ভালো হবে। উপজেলায় মোট ৫৫ হাজার মেঃটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

(এএন/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test